
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে জনপ্রিয় গানে এক যুবতীর নাচ। নেটদুনিয়ায় ভাইরাল হতেই এই যুবতীর নাচ বেশ শোরগোল ফেলে দিয়েছে। ভাইরাল ভিডিওতে পায়েল লাখেরা (Payal Lakhera) নামে যুবতীর পরনে ছিল ছিল লাল রঙের শাড়ি। শাড়ির সাথে ম্যাচিং গয়না এবং খোলা চুল তাঁর সৌন্দর্যকে দ্বিগুন করেছে। বাড়ির ছাদে ‘লে ফটো লে’ (Le Photo Le ) গানে কোমর দোলাতে দেখা গিয়েছে তাঁকে।
নাচের কোরিওগ্রাফির সাথে পায়েলের এক্সপ্রেশন অনেক পুরুষের হৃদয়ে ঝড় তুলেছে। গানের তালে তাঁর উন্মুক্ত কোমরের ঠুমকায় আপাতত মজেছেন নেটিজেনরা। নিজের ইন্সটা হ্যান্ডেলে নাচের ভিডিওটি শেয়ার করার সাথে সাথে অসংখ্য মানুষ প্রশংসা করেছেন তাঁর নাচের। ২০১৮ সালে ইউটিউবে বেশ জনপ্রিয় হয়েছিল রাজু রাওয়ালের (Raju Rawal) গাওয়া এই রাজস্থানি গানটি। ভাষা ভিন্ন হলেও এর সুর মানুষের ভালো লেগেছে।
View this post on Instagram
গানটির জনপ্রিয়তার সাথে পায়েলের মোহময়ী আবেদন মিলিয়ে ভিডিওটিকে জমিয়ে দিয়েছে। করোনার আবহাওয়ায় এখন অনেকেই ঘরে বসে নিজের প্রতিভা সবার সামনে আনার চেষ্টা করছেন। আর এই প্রচেষ্টায় তাদের অন্যতম ভরসা হচ্ছে সোশ্যাল মিডিয়া। এই সামাজিক মাধ্যমের দৌলতে অনেক অখ্যাত শিল্পী এখন বেশ পরিচিত মুখ হয়ে উঠেছেন। আগে আঞ্চলিক ভাষার গানগুলি নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু এখন ভিন্ন ভাষার গানেও শ্রোতারা আগ্রহ দেখাচ্ছেন। সুর মনোগ্রাহী হলেই গানটি জনপ্রিয়তা পেয়ে যাচ্ছে। বর্তমান যুগে এইভাবেই আঞ্চলিক ভেদাভেদ মিটছে গানের মাধ্যমে।