
আসামের জনপ্রিয় এক বিহু গানে নাচ করে নেটিজেনদের মন জয় করে নিয়েছেন ইউটিউবের দুই পরিচিত শিল্পী কেয়া (Keya) এবং সঞ্চারী (Sanchari)। ‘মন হিরা দই’ (Mon Hira Doi ) গানটি গেয়েছেন নীল আকাশ (Neel Akash )।
জয়জিৎ ড্যান্স (Joyjit Dance) নামে ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি শেয়ার করার পরেই নেটদুনিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে এই যুগলবন্দী। ভিডিওটিতে বৈচিত্র্য আনতে দুই শিল্পী দুই অর্ধে সম্পূর্ণ ভিন্ন দুই রকমের পোশাক পরে নাচ করেছেন। প্রথমদিকে শাড়ি এবং তার সাথে মানানসই গয়না এবং চুলের খোঁপাতে দুই শিল্পীকে অসাধারণ লেগেছে। নাচের সাথে তাঁদের এই সাজ একেবারে যথাযথ। দুই শিল্পীর মধ্যে একজন লাল রঙের শাড়ি পড়েছিলেন আর অন্যজনের পরনে ছিল সাদার উপরে লাল রঙের কাজ করা শাড়ি। তবে দুজনের খোপাতেই শোভা পাচ্ছিল বেগুনি রঙের ফুলের মালা। ভিডিওটির দ্বিতীয় অর্ধে দর্শকদের সম্পূর্ণ চমকে দিয়েছেন দুই শিল্পী। শার্টের সাথে ম্যাচিং করে লুঙ্গি এবং চোখে সানগ্লাস পড়ে নাচতে দেখা গিয়েছে দুই শিল্পীকে। শাড়িতেও দুই সুন্দরীকে যেমন ভালো লাগছিল তেমনি শার্ট এবং লুঙ্গিতেও অসাধারণ লেগেছে। একই গানে দুই রকমের পোশাকের ব্যবহার অনেকটাই নতুনত্বের স্বাদ এনে দিয়েছে।
তবে দুই শিল্পীই নাচে যথেষ্ট দক্ষ। সঠিক সময়ে সঠিক সমন্বয়ের মাধ্যমে এক মনোমুগ্ধকর উপস্থাপনা পরিবেশন করেছেন কেয়া এবং সঞ্চারী। বিহু গান মূলত আসামের লোকগীতি। আর লোকগীতি মাটির গান। সেই কারণেই দুই শিল্পী স্টুডিওর বদ্ধ পরিবেশের পরিবর্তে প্রাকৃতিক পরিবেশকেই বেছে নিয়েছেন নিজেদের প্রকাশ করার জন্য। শাড়ি পড়ে প্রথমদিকে সবুজ বনানী ঘেরা জায়গায় নেচেছেন তাঁরা। এর পড়ে শার্ট আর লুঙ্গি পড়ে রাস্তার উপরে নৃত্য পরিবেশন করেছেন। সব মিলিয়ে সৌন্দর্যের সাথে প্রতিভার সার্থক সমন্বয় ঘটেছে দুজনের নাচের মধ্যে। আসামের বিহু গানে অনেক শিল্পীই হয়তো এর আগে অসাধারণ নৃত্য পরিবেশন করে দর্শকদের মন জয় করে নিয়েছেন। কিন্তু এই দুই শিল্পীর পোশাকের সাথে কোরিওগ্রাফিও এককথায় দুর্দান্ত ছিল।