
জনপ্রিয় বলিউড গায়িকা আকৃতি কক্করের (Akriti Kakar) গাওয়া ‘রঙ্গিলা রে মন’ (Rongila Re Mon) গানে নাচ করে দর্শকদের মন জয় করে নিয়েছেন দুই শিল্পী। আসামের বিহুর তালে তাঁদের অসাধারণ নাচ দেখে দর্শকরা বেশ প্রশংসা করেছেন।
এসভিএফ মিউজিকের (SVF Music) পরিচালনায় এই গানে আকৃতির সাথে গলা মিলিয়েছেন দিকশু (Dikshu)। বাংলা গানের সাথে অনেকে আসামি শব্দ রয়েছে গানটিতে। এই অংশগুলি গেয়েছেন দিকশু। অরিপ্লাস্ট অরজিনালস (Oriplast Originals) নামে এই অনুষ্ঠানের প্রথম সিজনের পঞ্চম এপিসোডে আকৃতি এবং দিকশুর এই যুগলবন্দী দেখতে পাওয়া গিয়েছিল। কলকাতার দুই শিল্পী দেবলীনা হালদার (Debolina Halder) এবং প্রিয়াঙ্কার মান্নার (Priyanka Manna) অসাধারণ যৌথ উপস্থাপনায় গানটি দর্শকদের কাছে এক অন্যমাত্রা পেয়েছে। বিহু আসামের লোকগীতি। আর লোক সংগীত মাটির গান। এই কারণেই সুবজ ঘাসে ঘেরা হরিয়ালিকেই নাচের মঞ্চ হিসেবে ব্যবহার করেছেন এই দুই শিল্পী। বেগুনি রঙের শাড়ি এবং লাল রঙের ব্লাউজের সাথে এই শিল্পীদের সাজ ছিল বিহু নাচের একদম উপযুক্ত। চুলের খোঁপায় বেগুনি রঙের ফুলের মালা ,ঝুমকো কানের দুল এবং মানানসই মেকাপে দুজনকেই অসাধারণ লেগেছে। বাংলা এবং অসমীয়া ভাষার এক অসাধারণ মেলবন্ধন রয়েছে গানটিতে। এই দুই শিল্পীর কোরিওগ্রাফিতে সেই মেলবন্ধন লক্ষ্য করা গিয়েছে। গানটিকে তাঁরা যে বেশ উপভোগ করে নাচছিলেন সেটা তাঁদের মুখের অভিব্যক্তিতে সুস্পষ্ট। চিত্রায়ন (Chitrayan) নামে ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করা হয়েছে এই ভিডিওটি।
বর্তমান প্রজন্মের শিল্পীরা এইভাবে ইউটিউবের মাধ্যমে দেশে বিদেশে নিজেদের প্রতিভা প্রকাশের সুযোগ পাচ্ছেন। অর্থ উপার্জনের পাশাপাশি নিজেদের পরিচিতি বানানোর এইরকম মঞ্চ পেয়ে স্বভাবতই তাঁরা নিজেদের উজাড় করে দিচ্ছেন। দর্শকরাও নিত্যনতুন পরিবেশনার স্বাদ উপভোগ করেছেন পুরোদমে।