
রানী মুখার্জী (Rani Mukherjee) অভিনীত আইয়া (Aiyyaa) সিনেমার দ্রিমাম ওয়েকপম (Dreamum Wakeup) গানে নাচ করে নেটদুনিয়ায় প্রসংশিত হয়েছেন দুই সুন্দরী যুবতী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যুবতীদ্বয়ের ভিডিও দেখে নেটিজেনরা বেশ আনন্দ পেয়েছেন।
ইনস্টাগ্রামে সিন্ধুজাহারি (sindhujahari) নামে প্রোফাইল থেকে শেয়ার করা হয়েছে ভিডিওটি। দুই যুবতী একসাথে নাচ করলেও পোশাকের মধ্যে বৈচিত্র্য ছিল। একজনের পরনে ছিল কালো রঙের শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজ। আর একজনের পরনে ছিল সাদা রঙের শাড়ির সাথে সবুজ রঙের ব্লাউজ। খোলা চুল এবং হালকা মেকাপে দুজনকেই বেশ সুন্দর লেগেছে। দক্ষিণের নায়ক পৃথ্বীরাজের (Prithviraj) সাথে এই গানে নেচেছিলেন বঙ্গ কন্যা রানী। তাঁর নাচের দক্ষতা প্রশ্নাতীত। গানটি জনপ্রিয়তা পেলেও রানী সমালোচিত হয়েছিলেন। এই গানের কথাগুলি ভিন্নভাষার হলেও গানটির সুরে মজেছিলেন সবাই। এই গানের উপরে পরবর্তীকালে অনেক ভিডিও দেখতে পাওয়া গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তবে এই যুবতীদ্বয়ের কোরিওগ্রাফি বাকিদের থেকে আলাদা ছিল। দুজনের মধ্যে সমন্বয় একদম সঠিক ছিল নাচের জন্য। দুজনেই বেশ দক্ষ নিত্যশিল্পী। নাচের প্রতিটা স্টেপে তার প্রমান পাওয়া গিয়েছে। সেই কারণে এই দুই যুবতীর নিজেদের মধ্যে নাচের টক্কর দেখে বেশ আনন্দ পেয়েছেন নেটিজেনরা। কয়েকদিনের মধ্যে ভিডিওটির লাইকস এবং ভিউস সংখ্যা বেশ ঈর্ষনীয় জায়গায় পৌঁছেছে। লাইকসের সংখ্যা ইতিমধ্যে ৩৪ হাজারের উপরে। ভিউস সংখ্যাও দিন দিন বাড়ছে।
View this post on Instagram
কমেন্টে প্রশংসার সাথে সাথে এসেছে অনুরোধও। নিজেদের পছন্দের গানে নাচ করার আবদার জানিয়ে কমেন্ট করেছেন অনেকেই। হাসিমুখে সেইসব আবদার মেনে নিয়েছেন দুই যুবতী। এর থেকে পরিষ্কার তাঁদের এই প্রয়াস মানুষের খুব ভালো লেগেছে। তাই আরো এইরকম ভিডিও বানানোর অনুরোধও পেয়েছেন তাঁরা। এটা নিঃসন্দেহে আগামী দিনে তাঁদের ভালো পারফরম্যান্সের অনুপ্রেরণা যোগাবে। বর্তমানের ডিজিটাল বিনোদনের জগতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিভাধর এইসব শিল্পীদের নতুন নতুন সৃজনশীলতা মানুষের মন জয় করে নিচ্ছে। সাথে এইসব শিল্পীদের পরিচিতও বাড়ছে বহুগুন।