
বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার (Social Media) দৌলতে ট্রেন্ডিং বিভিন্ন রকমের বাংলা গান জনপ্রিয়তা পায় যুব সম্প্রদায়ের কাছে। ইউটিউবে (Youtube) এই সমস্ত গানের ভিডিও মাঝেমধ্যেই ভাইরাল হয়। আজকাল এমন অনেক ইউটিউবাররা আছেন যারা ইউটিউবে নিজেদের চ্যানেল খুলে সেখান থেকে এই সমস্ত গানের উপর নাচের ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। যার মাধ্যমে তারা ব্যাপক জনপ্রিয়তা পায়। নিয়মিত নাচ দেখিয়ে নেটিজেনদের কাছে এরা হয়ে ওঠে অতি পরিচিত এক মুখ।সম্প্রতি পূর্ব বর্ধমানের মেয়ে মৌ এই একই পথ অনুসরণ করে নিজের জনপ্রিয়তা অর্জন করেছেন। তিনি নেটদুনিয়ায় অত্যন্ত পরিচিত এক মুখ। মাঝেমধ্যেই বিভিন্ন রকমের গানের সাথে নাচের ভিডিও (Dance Video) আপলোড করতে দেখা যায় মৌকে। সোশ্যাল মিডিয়ায় নিজের নাচের মাধ্যমে রাতারাতি সেলিব্রিটি হয়ে উঠেছেন এই যুবতী। সম্প্রতি ইনস্টাগ্রামে তাঁর নাচের আরো একটি ভিডিও ব্যাপক পরিমাণে সাড়া ফেলেছে।
একটা সময়ে ‘পারব না আমি ছাড়তে তোকে'(Parbo Na Ami Charte Toke) সিনেমার ‘তুমি আশেপাশে থাকলে’ গানটি বিপুল পরিমাণে জনপ্রিয়তা পেয়েছিল। সম্প্রতি এই যুবতী এই গানেই আবারো একটি নাচের ভিডিও তৈরি করেছেন। এই দিন মৌকে খোলামেলা প্রকৃতির মাঝে বালির মধ্যে এই গানে নাচতে দেখা গেছে। দুর্দান্ত প্রাকৃতিক পরিবেশের মধ্যে এমন সুন্দর নাচ রীতিমত মুগ্ধ করেছে নেটিজেনদের। পরনে সাদা স্কার্ট এবং কালো ব্লাউজ,পনিটেল করে মাথার চুল এবং তার সাথে মানানসই মেকআপ সবকিছু মিলিয়ে মৌকে অত্যন্ত আকর্ষণীয় লাগছিল।
View this post on Instagram
তবে এই প্রথমবার নয়, এর আগেও বিভিন্ন রকমের জনপ্রিয় গানের নাচের ভিডিও শেয়ার করতে দেখা গেছে মৌকে। তাঁর ইউটিউব চ্যানেলের নাম ‘ডান্স স্টার মৌ (Dance Star Mou)। এই চ্যানেল থেকে তিনি এর আগে ‘রিমঝিম এ ধারাতে’, ‘সব কি বারাতে আয়ে ‘, ‘ঢলিদা’, ‘রঙ্গিলা হাওয়া’ ইত্যাদি গানের নাচের ভিডিও তৈরি করেছেন। ‘তুমি আশেপাশে থাকলে’ (Tumi Asepase Thakle) গানের উপর তাঁর এই নাচের ভিডিও ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায় ভিউ পাচ্ছে। ইতিমধ্যেই এই ভিডিও লক্ষাধিক ভিউ পেয়ে গেছে। এছাড়া ২০০ উপর লাইক পড়েছে ভিডিওটিতে। ইনস্টাগ্রামে তাঁর এই নাচের ভিডিও হটকেকের মতো বিকোচ্ছে। বলাবাহুল্য রীতিমতো এই ভিডিওটি ভাইরাল (Viral Video) হয়ে গেছে।