
বেলাশুরু (Belashuru) সিনেমার ‘টাপা টিনি’ (Tapa tini) গানে নাচ করে নেটদুনিয়ায় বর্তমানে ভাইরাল সুদেষ্ণা বক্সী (Sudeshna Bokshi) নামে এক নৃত্যশিল্পীর অনবদ্য নাচ।সুরকার অনিন্দ্য চট্টোপাধ্যায়ের (Anindya Chatterjee) কথা এবং সুরে গানটিতে গলা মিলিয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ইমন চক্রবর্তী (Iman Chakraborty) ,উপালি চট্টোপাধ্যায় (Upali Chatterjee) এবং অনন্যা ভট্টাচার্য্য (Ananya Bhattacharjee)।
বেলাশুরু সিনেমার মুক্তির অনেক আগে থেকেই একটা ট্রেন্ডে পরিণত হয়েছে এই গানটি। এই ট্রেন্ডে এইবার পা মেলালেন চিত্রায়ন (Chitrayan) নৃত্যগোষ্ঠীর এই শিল্পী। গানটিতে লোকগীতির টান রয়েছে। ধামসা মাদলের ছন্দে সবারই পা নেচে ওঠে গানটি শুনলে। সুদেষ্ণাও সেই পথেই পা বাড়ালেন। মনোরম প্রাকৃতিক পরিবেশ সুদেষ্ণার নাচটিও খুব সুন্দর হয়েছে। গানটির তালে তাল মিলিয়ে কোরিওগ্রাফিও ছিল দুর্দান্ত। সুদেষ্ণার পরনে ছিল লাল এবং কালো রঙের কাজ করা শাড়ি এবং ম্যাচিং রঙের ব্লাউজ। তাঁর সাজটিও মানুষের মন কেড়ে নিয়েছে। খোঁপায় বাঁধা ফুলের মালা ,হাতে পায়ে আলতা তাঁর সমগ্র সাজে এক আলাদা মাত্রা এনে দিয়েছে।
কিছুদিন আগে চিত্রায়নের ফেইসবুক পেজ থেকে শেয়ার করা হয়েছে ভিডিওটি। ফেইসবুক ওয়াচে (Facebook Watch) ভিডিওটি দেখার অনেকেই সুদেষ্ণার নাচের বেশ প্রশংসা করেছেন। গানটি ইতিমধ্যে নেটিজেনদের প্রিয় গানের তালিকায় উপরের দিকে স্থান করে নিয়েছে। ফলে গানের সাথে সুদেষ্ণার নাচটিও দর্শকদের মনে ধরেছে। ডিজিটাল বিনোদনের জগতে অনেক ড্যান্স ষ্টুডিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজেদের পরিচিতি বানানোর চেষ্টা করেছে। চিত্রায়নও সোশ্যাল মিডিয়ায় বর্তমানে আলাদা জায়গা করে নিয়েছে। তাদের অনেক ভিডিও ইউটিউবে এবং ফেসবুকে ভালো ভিউস পাচ্ছে। সুদেষ্ণার এই ভিডিওটিকে ইতিমধ্যে ১০ হাজারের উপরে মানুষ দেখেছেন। প্রত্যেকের যে ভিডিওটি ভালো লেগেছে কমেন্টেই তা প্রকাশ পেয়েছে।