
Saami Saami Srija Ramakrishna জনপ্রিয় দক্ষিণী গানে নেট দুনিয়ায় সুন্দরী এক যুবতীর নাচের ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে। ২০২১ সালের ১৭ ডিসেম্বর ভারতবর্ষে মুক্তিলাভ করেছিল ‘পুষ্পা: দ্য রাইজ’ (Pushpa: The Rise)। তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির এই সিনেমা হিন্দি, তামিল, মালয়ালম ও কানাড়া ভাষাতেও ডাবিং করে দেশজুড়ে রিলিজ করা হয়েছিল। এর ফলে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির পাশাপাশি সমগ্র ভারতবর্ষেই এই সিনেমা ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। শুধু দেশ নয়, আন্তর্জাতিক স্তরেও এই সিনেমা খ্যাতিলাভ করেছে। দর্শকদের মনে এতদিন পরেও ‘পুষ্পা’ সমানভাবে জনপ্রিয় হয়ে আছে।
মুক্তির পর থেকেই দর্শকমহলে ‘পুষ্পা’ (Pushpa) সিনেমার গান, নাচ ও কিছু বিশেষ সংলাপ দারুণ জনপ্রিয় হয়েছে। সেইসব নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ট্রেন্ডিং চালু হয়েছিল। বহু মানুষ ‘পুষ্পা’ সিনেমার গানে সিনেমার স্টেপ অনুকরণ করে নেচে বা সংলাপের সাথে ঠোঁট মিলিয়ে ভিডিও বানিয়ে নিজস্ব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেছেন। সেই ট্রেন্ড সোশ্যাল মিডিয়ায় এখনও রমরমিয়ে চলছে।
সোশ্যাল মিডিয়ার এক পরিচিত মুখ সৃজা রামাকৃষ্ণা (Srija Ramakrishna), সুন্দরী এই যুবতী ইউটিউব ও ইনস্টাগ্রামে সমানভাবে জনপ্রিয়। তাঁর নাচের ভিডিও লক্ষ লক্ষ নেটিজেনের মন জয় করে রেখেছে। ট্রেন্ডে গা ভাসিয়ে সুন্দরী এই যুবতী ‘পুষ্পা’ সিনেমার জনপ্রিয় গান ‘সামি সামি’-র (Saami Saami) সাথে উদ্দাম নাচ করেছেন। ভিডিওতে সোনালী পাড়ের লালচে রঙের শাড়ি, স্লিভলেস লাল ব্লাউজ ও গলায়-হাতে-কানে মানানসই গয়না পরে চুলে খোঁপা করে সৃজা ‘সামি সামি’-র হুক স্টেপস অনুকরণ করে নেচেছেন। এই ভিডিওটি তিনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রিল ভিডিও ও ইউটিউবে শর্ট ভিডিও হিসেবে পোস্ট করেছেন। ইনস্টাগ্রামে তাঁর এই ভিডিওর ভিউজ সংখ্যা হয়েছে ৩৮.১ মিলিয়ন ও ইউটিউবে ভিউজ সংখ্যা হয়েছে ৬৩ হাজার। সোশ্যাল মিডিয়ার দুই প্ল্যাটফর্মেই সৃজার নাচের ভিডিও প্রচুরসংখ্যক মানুষ লাইক করার পাশাপাশি তাঁর নাচের দক্ষতা ও সৌন্দর্য্যের ভূয়সী প্রশংসা করেছেন। পেশায় ডেন্টিস্ট (দন্ত চিকিৎসক) সৃজা রামাকৃষ্ণের (Srija Ramakrishna) নাচের যথাযথ মুভমেন্টস ও দুর্দান্ত এক্সপ্রেশন সত্যিই প্রশংসার দাবি রাখে।