
সোশ্যাল মিডিয়া জনপ্রিয়তা পাওয়ার সাথে সাথে যেমন সামাজিক কটূক্তির মত ঘটনা বেড়ে চলেছে ঠিক তেমনই বেড়েছে শহরের আনাচে-কানাচে থাকা প্রতিভার বিকাশের সুযোগ। মাঝেমাঝেই কিছু ঘটনা এতটাই জনপ্রিয়তা পায় যে কোন শিশু হোক বা কোনো ব্যক্তি নিজের জীবনে প্রতিষ্ঠা পায়। সম্প্রতি সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হতে দেখা গেল কয়েকজন তরুণীর নাচের ভিডিও।
বেশ কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ার দৌলতে ভাইরাল হয়েছিল এক ক্ষুদে প্রতিভা। যেখানে দেখা যাচ্ছিল তার মিষ্টি হাসি এবং এক্সপ্রেশন দিয়ে মন জয় করে নিয়েছে নেটিজেনদের। এছাড়াও ভাইরাল হয়েছিল পারাম সুন্দরী (Param Sundari) গানে নেচে এক লাল রঙের ড্রেস পরা যুবতী। এবারে সোশ্যাল মিডিয়ায় যেটা ভাইরাল হয়েছে সেই ভিডিও টা বলছে ৭ জন রমণী বেলি ডান্স করছে। একজন নয় দুজন নয় একেবারে সাত জন। সবার পরনে রয়েছে ভিন্ন ভিন্ন রংয়ের পোশাক। উন্মুক্ত পেট। নেপথ্যে বাজছে (Background music) জনপ্রিয় হিন্দি গান মাইয়া মাইয়া (Maiya Maiya)। প্রত্যেকের কোমরে চকচক করছে কোমর বন্ধনী। কারণ বেলি ডান্স এর বিশেষত্ব হলো এই কোমর বন্ধনী, যাতে বোঝা যায় স্পষ্টভাবে। আসলে যখনই কোন জিনিস একটু বেশি চকচক করে মানুষের দৃষ্টি সেখানেই আকর্ষিত হয়। এক্ষেত্রেও অন্যথা ঘটে না। এনাদের নাচে আকর্ষিত হয়েছেন সমস্ত নেটিজেনরা।
ওযাসভি ভর্মা (Ojasvi Verma) নামের এক ইউটিউব চ্যানেল এর পক্ষ থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছে। যদিও এটাই প্রথম ভিডিও নয় এর আগেও এই রমণীদের দেখা গিয়েছিল অন্যান্য গানের সাথে নাচ করে দেখাতে। তাদের অসাধারণ বেলি ড্যান্সে (belly dance) ঘায়েল হয় প্রত্যেকবারই সাধারণ মানুষেরা। ইতিমধ্যেই এই ভিডিওর ভিউ ছাড়িয়েছে ১ মিলিয়ন অর্থাৎ ১০ লক্ষেরও বেশি।