
বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া (Social Media) আমাদের বিনোদনের একমাত্র মাধ্যম হয়ে উঠেছে। আমরা নিত্যদিনের কাজের ফাঁকে আমাদের হাতে থাকা মুঠোফোন যেন একমুঠো খোলা অক্সিজেন। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন রকম সাইটে চোখ রাখলেই আমরা নাচ-গান ইত্যাদি বিভিন্ন রকমের মজাদার ভিডিও দেখে থাকি। বর্তমান যুব সম্প্রদায় সোশ্যাল মিডিয়াকে মাধ্যম করে তাঁদের ভেতরকার প্রতিভাকে তুলে ধরে। তাই সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত ভিডিওগুলি আমারা খুবই উপভোগ করি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আবার ও একটি নাচের ভিডিও (Dance Video) বহুল পরিমাণে আলোড়ন ফেলেছে।
ভাইরাল হওয়া ভিডিওটিতে (Viral) দেখা যাচ্ছে সাবা খান নামক এক যুবতী অসাধারণ ভঙ্গিমায় ভোজপুরি গানের সাথে একটি নাচের ভিডিও বানিয়েছেন। এই রিল ভিডিও আপাতত নেটদুনিয়া তোলপাড় করছে। বর্তমানে হিন্দি গানগুলির সাথে সাথে ভোজপুরি গানের (Bhojpuri Song) জনপ্রিয়তা বাড়ছে। আজকালকার ইয়াং জেনারেশন ভোজপুরি সিনেমার গানগুলি দেখতে পছন্দ করেন। আর এই যুবতীকে ভোজপুরি গানের উপর একটি রিল ভিডিও শেয়ার করতে দেখা যাচ্ছে।
‘সাবা খান অফিসিয়াল’ নামক একটি ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। প্রসঙ্গত চ্যানেলটি যুবতীর নিজস্ব। এখান থেকে সাবাকে মাঝে মধ্যে বিভিন্ন রকমের ভিডিও শেয়ার করতে দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত পরিচিত মুখ এই যুবতী। তাঁর অপরূপ সৌন্দর্য এবং নৃত্যভঙ্গিমায় মুগ্ধ হাজার হাজার নেটিজেন। সম্প্রতি তাঁর ‘জাবানিয়া ভাইল উডানবাজ’ (Jaawaniya Bhail Udanbaaz) গানের সাথে বোল্ড ডান্স স্টেপে রীতিমতো আগুন ধরেছে নেট দুনিয়ায়। ভিডিওটিতে যুবতীকে কালো রংয়ের ব্লাউজ এবং কালো প্যান্টে অত্যন্ত সুন্দর দেখতে লাগছিল। লাস্যময়ী সাবার ডান্স দেখে অজস্র পুরুষ হৃদয়ে রীতিমত ঝড় উঠেছে।
ইতিমধ্যে এই ভিডিওটি ১.৬ লাখের বেশি ভিউ পেয়ে গেছে। এছাড়াও ৪.৫ হাজার লাইক পড়েছে ভিডিওটিতে এবং অজস্র নেটিজেন ভিডিওটিতে কমেন্ট এবং শেয়ার করেছেন। অনেকেই ‘ভেরি গুড ডান্স’, ‘হট’ , ‘বিউটিফুল’ ইত্যাদি মন্তব্য করেছেন। প্রসঙ্গত সাবা খানের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ১৯.৭ হাজার।