
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওগুলির মধ্যে অন্যতম হলো একটি টিয়া পাখির সাথে তার মালকিনের মধুর কথোপকথন। নেটিজেনদের মন খুব সহজেই জয় করে নিয়েছে টিয়াটি।
দীপাংশু কাবরা (Dipanshu Kabra) নামে এক ব্যক্তির টুইটার একাউন্ট থেকে ভাইরাল হয়েছে ভিডিওটি। ভিডিওটিতে টিয়াটি তার মালকিনকে ‘মা’ সম্বোধন করছে। পুরো কথোপকথন যদিও হিন্দিতে হয়েছে তাও নেটিজেনদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। বাড়ির বারান্দার এক মোড়কে বসে মায়ের সাথে সমানে কথা বলছে টিয়াটি। আশেপাশে কাউকে না দেখে ‘মাম্মি কাহা হো’ বলে ডাক দেয় টিয়াটি। কিছুক্ষন পরে দূর থেকে এক মহিলা কণ্ঠস্বর শোনা যায়। ভদ্রমহিলা টিয়াটির কথা শুনে ‘আয়ি বেটা’ বলে উত্তর দেয়। এর পরেও ওই ভদ্রমহিলার সাথে মোড়কে বসেই হিন্দিতে কথা বার্তা চালিয়ে যায় পোষ্য টিয়াটি। একঝলক শুনে মনে হতে বাধ্য যে সত্যি করে কোনো শিশু এইভাবে মায়ের সাথে কথা বলছে। পোষ্য টিয়াটি যে মায়ের খুব আদুরে সেটা পুরো কথাবার্তা শুনে সহজেই অনুমেয়।
बात करने का अलग ही मज़ा होता है,
जब कोई इतनी आत्मीयता से संवाद करता है.यह खूबसूरत और मासूम वार्तालाप सुनकर लगता है काश हम सभी जीवों से ऐसे ही बात कर सकते… pic.twitter.com/uX80K59OPT
— Dipanshu Kabra (@ipskabra) May 26, 2022
টিয়া, ময়না কিংবা কাকাতুয়া প্রজাতির পাখিরা মানুষের মতো কথা বলতে পারে। তাদের সঠিক প্রশিক্ষণ দিলে অবিকল মানুষকে নকল করতে পারে তারা। এই কারণে পোষ্য টিয়া কিংবা এই প্রজাতির পাখিদের নানারকম কথোপকথনের ভিডিও নিমেষেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটিতে যে টিয়াটিকে এইরকম সুন্দরভাবে কথা বলতে দেখা গিয়েছে সেটি ‘চ্যাটারিং লোরি’ (Chattering lory) প্রজাতির বিপন্ন প্রজাতির টিয়া। ইন্দোনেশিয়ার (Indonesia) উত্তর মালুকুতে (North Maluku) এদের সন্ধান পাওয়া যাওয়া যায় বলে জানা গিয়েছে।