
জনপ্রিয় গায়িকা লোপামুদ্রা মিত্রর (Lopamudra Mitra) গাওয়া ‘ফাগুন হাওয়ায় হাওয়ায়’ এই রবীন্দ্রসংগীতে অনবদ্য নৃত্য পরিবেশন করলেন ইউটিউবের জনপ্রিয় মুখ প্রিয়াঙ্কা রয় চৌধুরী (Priyanka Roy Chowdhury)। তাঁর সমগ্র উপস্থাপনা নেটিজেনদের মন ছুঁয়ে গিয়েছে।
নিজের নৃত্যদক্ষতার কারণে ইউটিউবে নিজের আলাদা জায়গা করে নিয়েছেন প্রিয়াঙ্কা। সব রকমের নাচেই তিনি যে পারদর্শী তা তাঁর প্রতিটা ভিডিওতে দর্শক প্রমান পেয়েছে। নিজের ইউটিউব চ্যানেল ‘আর্টস ইন মোশন বাই প্রিয়াঙ্কা’ (Arts In Motion By Priyanka) থেকে ভিডিওটি শেয়ার করার সাথে সাথে ৩ হাজারের উপরে দর্শক ভিডিওটিকে লাইক করেছেন। গোলাপি রঙের শাড়ীর সাথে ম্যাচিং ব্লাউজ আর হলুদ রঙের ওড়নায় প্রিয়াঙ্কাকে খুব সুন্দর লাগছিল। তার উপরে খোঁপায় গোলাপি রঙের ফুলের মালা সমগ্র সাজটাতে এক আলাদা মাত্রা যোগ করেছে। প্রিয়াঙ্কার নৃত্যদক্ষতা ইতিমধ্যে নেটিজেনদের মন কেড়ে নিয়েছে। তার উপরে এই গানে তাঁর কোরিওগ্রাফিও আলাদা করে প্রশংসার দাবি রাখে। সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশের মধ্যে তাঁর সমগ্র উপস্থাপনা রবীন্দ্রিক নৃত্যের পক্ষে একেবারে উপযুক্ত ছিল।
কবিগুরুর অমর সৃষ্টির মধ্যে অন্যতম এই গানটি। এই গানে লোপামুদ্রার অনবদ্য সুরেলা কণ্ঠ শ্রোতাদের মনের গভীরে খুব সহজেই দাগ কেটেছে। প্রিয়াঙ্কার এই একক প্রয়াসও দর্শকরা একইভাবে উপভোগ করেছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওর দৌলতে অনেক অখ্যাত শিল্পীরাই জনপ্রিয়তা পাচ্ছেন। লক্ষ লক্ষ মানুষের কাছে নিজেদের নতুন পরিচিতি তৈরী করার সুযোগ পাচ্ছেন তারা । নেটিজেনরাও নতুন নতুন উপস্থাপনায় বেশআনন্দিত হচ্ছেন তা বলাই বাহুল্য। আগামী দিনের অনেক প্রতিভাধর শিল্পীদের কাছে এদের এই পরিচিতি অনুপ্রেরণা যোগাচ্ছে সামনে এগিয়ে যাওয়ার।