
সাম্প্রতিককালে বর্তমান যুব সম্প্রদায়ের কাছে ‘ডান্স স্টার মৌ’ (Dance Star Mou) চ্যানেলের মালকিন যুবতী মৌ কমবেশি অনেকের কাছেই পরিচিত। সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে অ্যাক্টিভ এই যুবতী। নিজের নাচের বিভিন্ন রকমের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেটিজেনদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। আজকাল সোশ্যাল মিডিয়া (Social Media) এমন একটি মাধ্যম যেখানে আমরা নিজেদের ভিতরকার প্রতিভাকে এখানে অত্যন্ত সহজে এবং অল্প সময়ে জনপ্রিয়তা অর্জন করা যায়। আগেকার দিনে যেরকম সুযোগের অভাবে অনেকের মধ্যেই সুপ্ত প্রতিভার অকাল মৃত্যু ঘটত, আজকাল সেটা আর হয়না। বর্তমান যুবসমাজ অনেক এগিয়ে গেছে। কিভাবে পরিচিতি গঠন করতে হয় তা তারা জানে। এছাড়াও সোশ্যাল মিডিয়া এমন একটি মাধ্যম যেখানে ছোট থেকে বড় আমরা সকলেই ব্যবহার করে থাকি। আবার অনেকেই সোশ্যাল মিডিয়াকে নিজেদের উপার্জনের মাধ্যম হিসেবে নির্বাচন করেছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়াকে মাধ্যম করে নেটিজেনদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছেন এই যুবতী। নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছেন মৌ (Mou) নামক এই যুবতী।
ইতিমধ্যে ইউটিউবে (Youtube) তাঁর একটি নিজস্ব চ্যানেল আছে ,সেটির নাম “ডান্স স্টার মৌ”। সেখান থেকে নিয়মিত বিভিন্ন রকমের গানের উপর নাচের ভিডিও (Dance Video) শেয়ার করেন তিনি। সম্প্রতি আবারও এক পল্লীগীতির উপর-নেচে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন ফেলেছেন এই যুবতী। খোলা প্রকৃতির মাঝে সবুজ মাঠের মধ্যে অসাধারণ ভঙ্গিমায় নৃত্য পরিবেশন করতে দেখা গেছে মৌকে। তাঁর নাচের এই ভিডিওটি দেখে রীতিমত মুগ্ধ হয়েছে নেটিজেনরা। ‘পিন্দারে পলাশের বন’ (Pindare Polasher Bon) গানের উপর এই যুবতীর নাচ ছিল দেখার মতো। ঘন সবুজ শাড়ি, গোলাপি রঙের ব্লাউজ, মানানসই গহনা এবং মেকাপে যুবতীকে অসামান্য সুন্দরী দেখতে লাগছিল। ছিমছাম চেহারার যুবতী মৌএর নাচ এর আগেও দর্শকদের আনন্দ দিয়েছিলো। এইবার এই নতুন ভিডিওটিও (Folk Dance Video) দর্শকদের মধ্যে তুমুল আলোড়ন সৃষ্টি করেছে।
নিজের ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করা এই ভিডিওটি ইতিমধ্যে ৩ লক্ষ ১১ হাজারেরও বেশি ভিউ পেয়ে গেছে। এছাড়া তিন হাজারেরও বেশি মানুষ ভিডিওটি লাইক করেছেন। ইতিমধ্যেই মৌ এর কমেন্ট বক্স নেটিজেনদের প্রশংসায় ভরে উঠেছে। অনেকেই লিখেছেন ‘অসাধারণ নাচ’, ‘বিউটিফুল’ ইত্যাদির মত মন্তব্য। প্রসঙ্গত উল্লেখ্য ইউটিউবে তাঁর ফলোয়ার্স এবং সাবস্ক্রাইবার সংখ্যা চোখে পড়ার মতো।