
আলিয়া ভাট (Alia Bhatt) অভিনীত ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়ারি’ (Gangubai Kathiawadi) সিনেমার ঢোলিদা (Dholida) গানে দুধর্ষ নাচ করে দর্শকদের মন জয় করে নিলেন বয়স্কা এক মহিলা। এই বয়সেও তাঁর এনার্জি দেখে হতবাক নেটিজেনরা।
গরবা লাভার (garba_.lover) নামে ইনস্টাগ্রাম পেজ থেকে শেয়ার করা হয়েছে ভিডিওটি। ভাইরাল ভিডিওটিতে দেখতে পাওয়া গিয়েছে এক যুবকের কাছে গড়বার তালিম নিতে এসেছিলেন মহিলা। সম্ভবত ওই যুবকের ছাত্রী তিনি। নাচের কয়েকটি স্টেপ যুবকটির কাছে থেকে শিখে নেওয়ার পরে বাকি নাচটি তিনি নিজের মতো করে নেচেছেন। বয়স্ক মহিলার পরনে এই নাচের জন্য উপযুক্ত পোশাক ছিল না। বরঞ্চ সাধারণ হলুদ রঙের শাড়ি পরেই এই গানে অসাধারণ নেচেছেন তিনি। তবে নাচটিকে তিনি যে বেশ উপভোগ করছিলেন সেটা তাঁর অভিব্যাক্তিতেই স্পষ্ট। নাচেও কোথাও ধরা পড়েনি কোনো ক্লান্তি। সারা ঘর ঘুরে ঘুরে দর্শকদের এক মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থাপন করেছেন এই বয়সে এসেও। শেয়ার করার পরে ইতিমধ্যে ভিডিওটির ভিউস সংখ্যা পৌঁছেছে ২০ হাজারের কাছাকাছি। সবাই কমেন্টে মহিলার নাচের সাথে সাথে তাঁর উৎসাহেরও প্রশংসা করেছেন মন খুলে।
View this post on Instagram
সিনেমায় এই গানে নাচ করেছিলেন আলিয়া। তাঁর সাথে অনেক রাজস্থানি পোশাক পরিহিতা নারী এবং পুরুষেরা ছিলেন। তাঁদের সবার যৌথ সমন্বয়ের কারণে নাচটি বেশ মনোগ্রাহী হয়ে উঠেছিল। তবে বয়স্ক এই মহিলার একক প্রচেষ্টাকে কোনোভাবে খাটো করা ঠিক হবে না। এই বয়সে আমাদের দেশের অনেক বয়স্কা মহিলাই বার্ধক্যজনিত সমস্যায় জর্জরিত এবং জীবনীশক্তিও শেষের দিকে। অধীর আগ্রহে জীবনের শেষ প্রহরের অপেক্ষায় রয়েছেন। এই মহিলা তাঁদেরকে নিশ্চিতভাবে অনুপ্রেরণা যোগাবেন। এই বয়সে এসে শেখার আগ্রহ যে তাঁর পুরোদমে রয়েছে সেটাও বেশ প্রশংসনীয়।