
ভোজপুরি গানে দাদু এবং নাতনির নাচের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে ভিডিওটিকে অশ্লীল বলে আখ্যা দিয়েছেন নেটিজেনদের একাংশ। ভাইরাল ভিডিওটিতে একটি টালির বাড়িতে এক বয়স্ক ভদ্রলোককে একটি মেয়ের সাথে নাচতে দেখা গিয়েছে। অনুমান করা হচ্ছে মেয়েটি বয়স্ক লোকটির নাতনি। বৃদ্ধ বয়সেও ভোজপুরি গানে নাচ করার সাহস দেখিয়েছেন বলে অনেকেই বৃদ্ধের প্রশংসা করেছেন।
তবে নাচের মধ্যে কোথাও অশ্লীলতা চোখে পড়েছে নেটিজেনদের। এইকারণে দাদু -নাতনির এই ভিডিওটি নেটিজেনদের তুমুল কটাক্ষের স্বীকার হয়েছে। তাঁদের মতে দাদু-দিদা কিংবা দাদু -ঠাকুমার সাথে তাদের নাতি কিংবা নাতনিদের এক মধুর সম্পর্ক থাকে। বয়স যত বাড়তে থাকে নাতি নাতনিদের সাথে সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয় তাদের। কিন্তু এই ভিডিওটিতে যেরকম নাচ এই দুজনের মধ্যে দেখা গিয়েছে তা দাদু-নাতনির মধুর সম্পর্ককে কলংকিত করেছে বলে তারা মনে করছেন।
ভোজপুরি গানের জনপ্রিয়তা এখন তুঙ্গে। অনেকেই এখন ভোজপুরি গানকে বেশ পছন্দ করেছেন। তবে এই গানে দাদুর সাথে নাতনির নাচ একেবারে বেমানান। ইতিবাচক মন্তব্যের থেকে ভিডিওটি ট্রোলের মুখে পড়েছে বেশি। সোশ্যাল মিডিয়ায় এখন অনেক অনেক ছোট ছোট ঘটনাও ভাইরাল হয়ে যাচ্ছে। আর এর দৌলতে মানুষের মধ্যে পরিচিতি পাচ্ছেন অনেকেই। তবে এর একটি নেগেটিভ দিকও আছে। সবার সামনে পরিচিতি পাওয়ার জন্য অনেকে এমন কাজ করেন যার ফলে নেগেটিভ পাবলিসিটির স্বীকার হতে হয়। এই ভিডিওটিও সে দলে পড়ে কিনা সেটা বিচার্য। নিছক মনোরঞ্জনের স্বার্থে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়েছে কিনা সেটা খতিয়ে দেখার বিষয়।