
জনপ্রিয় গান ‘নয়া দামান’-এর (Noya Daman) সাথে এক সুন্দরী যুবতীর দুর্দান্ত নাচ নেটিজেনদের মন জয় করে নিয়েছে! যুবতীর নাচের ভিডিও নেট দুনিয়ায় তুমুল ভাইরাল হয়েছে। সাধারণ মানুষদের একাংশ যেমন এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়াকে বিনোদনের মাধ্যম হিসেবে ব্যবহার করে থাকেন, তেমনই আরেক অংশ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে নিজেদের প্রতিভা বিকাশের ক্ষেত্র হিসেবে ব্যবহার করে থাকেন। ইন্টারনেটের মাধ্যমে এখন সোশ্যাল মিডিয়ায় যে কেউ চাইলেই নিজেদের নাচ-গান-আবৃত্তি প্রভৃতি প্রতিভা ভিডিও আকারে তুলে ধরতে পারবেন।
এমন অনেক মানুষই আছেন যাঁরা সোশ্যাল মিডিয়ায় নিজেদের প্রতিভা পেশ করে রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছেন। বর্তমান সময়ে প্রতিভা প্রকাশের জন্য ইউটিউব সর্বাধিক কার্যকরী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। ইউটিউবে যাঁর চ্যানেলে যত সাবস্ক্রাইবার বেশি, যাঁর ভিডিওতে যত লাইক-কমেন্ট বেশি, সেই ব্যক্তি তত বেশি জনপ্রিয় হিসেবে বিবেচিত হয়ে থাকেন। যাঁর কনটেন্ট নেটিজেনদের পছন্দ হয় তাঁর প্রায় প্রতিটি ভিডিওই কম-বেশি ভাইরাল হয়।
বাংলা ইউটিউবের দুনিয়ায় এমন এক জনপ্রিয় চ্যানেল ‘Rimpa performs’ (রিম্পা পারফর্মস)। সম্প্রতি এই চ্যানেল থেকে পোস্ট করা জনপ্রিয় বাংলাদেশী গান ‘নয়া দামান’-এর (Noya Daman) সাথে এক সুন্দরী যুবতীর নাচের ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। রিম্পা সাহা (Rimpa Saha) নামক এক যুবতী খোলা আকাশের নীচে বাড়ির ছাদে দাঁড়িয়ে এই গানের সঙ্গে তুমুল নাচ করেছেন। কালো রঙের বোটনেক ব্লাউজ ও নীল রঙের শাড়ি, কানে ঝুমকো দুল ও হাতে চুড়ি পরে খোলা চুলে তিনি ক্যামেরার সামনে উপস্থিত হয়েছিলেন। গানের তালে তালে রিম্পার প্রাণবন্ত নাচ ও এক্সপ্রেশন নেটিজেনদের মন জয় করে নিয়েছে। তাঁর এই ভিডিওর ভিউজ সংখ্যা ৫.৫ হাজারে পৌঁছে গিয়েছে। নেটিজেনরা ভিডিওর কমেন্ট বক্স ‘দারুণ হয়েছে’, ‘স্প্লেন্ডিড পারফরম্যান্স’, ‘এইভাবেই এগিয়ে যাও’, ‘খুব সুন্দর’, ‘অপূর্ব লাগলো’ প্রভৃতি মন্তব্যে ভরিয়ে দিয়েছেন।