
বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াকে (Social Media) নিজেদের প্রতিভা দেখানোর মাধ্যম হিসেবে নির্বাচন করেছে যুবসমাজ। সেই রকমই একজন হলেন মৌমিতা বিশ্বাস। এই যুবতী নেটদুনিয়ায় অতিপরিচিত এক মুখ হয়ে উঠেছে। নিজের ভিতরের প্রতিভাকে কাজে লাগিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে উঠেছেন।।ইউটিউবে যুবতীর একটি নিজস্ব চ্যানেল রয়েছে। তাঁর চ্যানেলের নাম ‘ডান্স স্টার মৌ’। যুবতী তাঁর চ্যানেল থেকে নিয়মিত পুরনো দিনের গান বা ট্রেন্ডিং সবধরনের গানের ভিডিও আপলোড করেন। যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় নেটিজেনদের মধ্যে। এই যুবতীর নাচ দেখতে অত্যন্ত পছন্দ করেন নেটিজেনরা, তাই তিনি অতি সহজেই নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে হাজার হাজার মানুষের সামনে পৌঁছে গেছেন।
বর্তমান সময়ে আমরা সোশ্যাল মিডিয়া খুললেই বিভিন্ন রকমের নাচ, গান, আবৃত্তি ,আঁকার ভিডিওগুলি দেখে থাকি। এই সমস্ত ভিডিওগুলি নেটিজেনদের কাছে অত্যন্ত জনপ্রিয়তা পায়। সম্প্রতি যুবতী মৌমিতার নাচের ভিডিও (Dance Video) আমাদের খুবই মনে লেগেছে। তাঁর শিল্পীসত্ত্বা নেটিজেনদের কাছে খুবই গ্রহণযোগ্যতা পেয়েছে। বলাবাহুল্য এর আগেও মৌমিতা অনেক সুন্দর সুন্দর নাচ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নেটিজেনদের উপহার দিয়েছেন। সম্প্রতি জিৎ কোয়েল অভিনীত একটি বাংলা সিনেমার গানের উপর নাচের ভিডিও বানিয়ে তিনি নতুনভাবে নেটদুনিয়ায় সাড়া ফেলেছেন।
জিৎ- কোয়েল অভিনীত ‘শুভদৃষ্টি’সিনেমার ‘ওই আকাশ আমায় কাছে ডেকেছে’ (Oi Akash Amay Kache Dekeche) গানের ওপর অত্যন্ত সুন্দর ভঙ্গিমায় নৃত্য পরিবেশন করেছেন যুবতী মৌমিতা। খোলা আকাশের নিচে প্রকৃতির মাঝে মৌমিতার এই নাচ নেটিজেনদের অত্যন্ত ভালো লেগেছে। গানটির সাথে অত্যন্ত মানানসই সাজে নিজেকে সাজিয়ে তুলেছিলেন মৌমিতা। গ্রাম্য মেয়েদের মত কাঁচা হলুদ রঙের উঁচু করে শাড়ি পরতে দেখা গিয়েছিল মৌমিতাকে। এছাড়া লাল ফিতে দিয়ে দুই দিকে বিনুনি বেধেঁছিলেন। এর সাথে মুখে মানানসই মেকআপ এবং দুই হাতে একগুচ্ছ লাল চুরিতে মৌমিতাকে অত্যন্ত সুন্দর দেখতে লাগছিল।প্রায় ৫ মাস আগে নিজের ইউটিউব চ্যানেল ‘ডান্স স্টার মৌ’ থেকে এই ভিডিওটি মৌমিতা শেয়ার করেছেন। ইতিমধ্যে এই ভিডিওটি ৫ লাখেরও বেশি ভিউ পেয়ে গেছে। এছাড়া অজস্র নেটিজেন ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করেছেন। নেটিজেনরা তাঁর এই নাচ দেখে এতটাই আপ্লুত হয়েছেন যে প্রশংসায় ভরা মন্তব্যে ভরিয়ে তুলছেন মৌমিতার কমেন্ট বক্স।