
জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাইয়ের (Mithai) গানে নাচ করে নেটদুনিয়ায় দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন ইউটিউবের অন্যতম পরিচিত মুখ ‘ড্যান্স ষ্টার মৌ’ (Dance Star Mou) ।
মিঠাই ধারাবাহিকের মূল গল্পের অনেকটাই মিষ্টি নিয়ে। কারণ মিঠাই নিজেই একজন মনোহরা বিক্রেতা ছিল। বর্তমানে সে মোদক পরিবারের বৌ যাদের নিজস্ব মিষ্টির ব্যবসা রয়েছে। সব মিলিয়ে সিরিয়ালের নামের সাথে গল্পেও ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে মিষ্টি। আর এই সিরিয়ালের সাথে সাথে মিষ্টিপ্রিয় বাঙালির মনে জায়গা করে নিয়েছে এই সিরিয়ালের গান ‘বাঙালির মিষ্টি হলেই হয়’ (Bangalir Misti Holei Hoi)। মিষ্টি নিয়ে বাঙালির ভোজন রসিকতাকে অনেকটাই ব্যক্ত করেছে এই গান। এই গানে মিষ্টি করে নেচেওছেন ড্যান্স ষ্টার মৌ খ্যাত মৌমিতা বিশ্বাস (Moumita Biswas)। নিজের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি শেয়ার করেছেন শিল্পী। হলুদ রঙের শাড়ি আর নীল রঙের ব্লাউজে মৌকে এক কথায় অপূর্ব লেগেছে। গ্রামাঞ্চলের উন্মুক্ত মাঠকেই নিজের নাচের মঞ্চ বানিয়ে নিয়েছেন তিনি। পরিবেশের সাথে তাঁর নাচের কোরিওগ্রাফিটিও ছিল বেশ প্রশংসনীয়। সব মিলিয়ে প্রতিভার সাথে একেবারে সঠিক সমন্বয় ঘটেছে প্রকৃতির।
ভিডিওটিকে দর্শকদের কাছে আরো আকর্ষণীয় করে তুলতে নাচের ফাঁকে একটি ছেলেকে রসগোল্লা খেতেও দেখা গিয়েছে। মৌয়ের এই সুন্দর মিষ্টি উপস্থাপনা দেখে দর্শকরা লাইক আর কমেন্টে জানিয়েছেন তাদের পছন্দ। এখনো পর্যন্ত সাড়ে তিনশোর উপরে মানুষ ভিডিওটিকে লাইক করেছেন। ভিউস সংখ্যা ছাড়িয়েছে সাড়ে চার হাজারের উপরে। মৌয়ের নৃত্যদক্ষতা ইতিমধ্যে প্রমাণিত। এই নিয়ে নতুন কিছু বলার নেই। কিন্তু মিঠাই সিরিয়াল এবং মিষ্টি নিয়ে বাঙালির ভালোবাসাকে নাচের মাধ্যমে বেশ ভালোই মর্যাদা দিয়েছেন শিল্পী।