
বিখ্যাত লোকগীতি ‘তোমার ঘরে বসত করে কয়জনা’ (Tomar Ghore Bosot kore koy Jona) গানে অসাধারণ নৃত্য পরিবেশন করে নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছেন ইউটিউবের পরিচিত মুখ মৌমিতা বিশ্বাস (Moumita Biswas)।
নিজের ইউটিউব চ্যানেল ‘ড্যান্স ষ্টার মৌয়ের’ (Dance Star Mou) দৌলতে ভালোই জনপ্রিয়তা পেয়েছেন এই নৃত্যশিল্পী। তবে তাঁর নাচের দক্ষতাও অনস্বীকার্য। সব ধরণের নাচেই মৌমিতা যে তিনি পারদর্শী সেটা তাঁর ভিডিওগুলি প্রমান দেয়। এবারেও তার ব্যতিক্রম ঘটেনি। তোমার ঘরে বসত করে গানটি জনপ্রিয় লোকগীতিগুলির মধ্যে অন্যতম। মৌমিতা নিজের মতো করে সমগ্র নাচটি পরিবেশন করেছেন। নাচের সময় শিল্পীর পরনে ছিল নীল রঙের শাড়ির সাথে গোলাপি রঙের ব্লাউজ এবং হাতে ম্যাচিং চুড়ির গোছা। পুরো সাজে শিল্পীকে একেবারে লোকনৃত্যের উপযুক্ত লেগেছে। গানের প্রতিটা কথার সাথে মৌমিতার কোরিওগ্রাফি একেবারে মানানসই।
লোকগীতি মাটির গান। তাই শিল্পী স্টুডিওর বদ্ধ পরিবেশের পরিবর্তে বেছে নিয়েছেন প্রাকৃতিক পরিবেশ। এতে করে নাচের সৌন্দর্য আরো ভালো করে প্রকাশ পেয়েছে। নেটিজেনরাও মৌমিতার এই প্রয়াসকে উৎসাহিত করেছেন। আগের বছরে নিজের চ্যানেল থেকে ভিডিওটি শেয়ার করা হলেও মৌমিতার নাচ দর্শকদের বেশ মনে ধরেছিল। সেই কারণে আবার করে বেশ ভাইরাল হয়েছে তাঁর এই অসাধারণ লোকনৃত্যটি। এখনো পর্যন্ত সাড়ে ৬ হাজারের বেশি মানুষ ভিডিওটিকে লাইক করেছেন। ভিউস সংখ্যাও প্রতিদিন বেড়েই যাচ্ছে। এইরকম প্রশংসাসূচক কমেন্ট শিল্পীদের আরো উৎসাহিত করে নতুন নতুন উপস্থাপনার জন্য। ডিজিটাল বিনোদনের জগতে এইভাবেই মৌমিতার মতো শিল্পীরা নিমেষেই জায়গা করে নেই লক্ষ লক্ষ সাধারণ মানুষের মনে।