
বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া (Social Media) আমাদের জীবনের সাথে অবিচ্ছেদ্যভাবে জুড়ে গেছে। তাই এখানে নিত্যদিনই হরেক রকমের ভিডিও ভাইরাল হয়। সে সমস্ত ভিডিওগুলি আমাদের যথেষ্ট আনন্দ দেয়। সম্প্রতি এমনই এক যুবতীর নাচের ভিডিও (Dance Video) তুমুল পরিমাণে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে একটি যুবতীকে অত্যন্ত সুন্দরভাবে তাঁর নৃত্য পরিবেশন করতে দেখা গেছে। তাঁর নাচ দেখে সহজেই অনুমান করা যায় তিনি একজন প্রশিক্ষণপ্রাপ্ত নৃত্যশিল্পী।
উল্লেখ্য যুবতীর নাম মৌ। ইউটিউবে তাঁর নিজস্ব একটি ইউটিউব চ্যানেল আছে, যার নাম ‘ডান্স স্টার মৌ’। এই চ্যানেল থেকে, ওই যুবতী নিয়মিত বিভিন্ন রকমের গানের সাথে নাচের ভিডিও আপলোড করেন। যার প্রত্যেকটি তুমুল পরিমাণে জনপ্রিয়তা পায় দর্শকদের কাছে। অত্যন্ত অল্প সময়ের মধ্যেই মৌ নিজের নৃত্য প্রতিভাকে কাজে লাগিয়ে নেটদুনিয়ায় পরিচিত এক মুখ হয়ে উঠেছেন। আজকাল তাঁর চ্যানেল থেকে যে কোন নাচের ভিডিও একবার আপলোড হওয়ার সাথে সাথেই তা হাজার হাজার মানুষ দেখে ফেলেন। সম্প্রতি আবারো একটি নাচের ভিডিও তিনি তাঁর ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করে সকলের আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছেন।
ভাইরাল হওয়া ভিডিওটিতে (Viral) দেখা যাচ্ছে যুবতী মৌ খোলা প্রকৃতির মাঝখানে ফোক সংগীতের (Folk Song) উপর নৃত্য পরিবেশন করছেন। তাঁর নৃত্যের ভঙ্গিমা ছিল ফোক ডান্সের মত। আর এর জন্য তিনি সেই একই রকমের সাজপোশাক পরেছিলেন। উঁচু করে পরেছিলেন হলুদ লাল শাড়ি, তার সাথে ম্যাচিং লাল ব্লাউজ। খোলা প্রকৃতির মাঝে ধান ক্ষেতের মাঝে নৃত্য পরিবেশন করতে দেখা গেছে তাঁকে। তাঁর ফেসিয়াল এক্সপ্রেশন ছিল দেখার মত। প্রকৃতির খোলামেলা পরিবেশ তার সাথে তাঁর অসামান্য নৃত্য, সবকিছু মিলে এক মনোরম পরিস্থিতির সৃষ্টি করেছিল।
প্রায় দশ মাস আগে ‘ডান্স স্টার মৌ’ এই চ্যানেল থেকে ভিডিওটি শেয়ার করা হয়। ইতিমধ্যে ভিডিওটি ৪৯ হাজার ভিউ পেয়েছে। এছাড়া ভিডিওটিতে ৯৫০ টি লাইক পড়েছে। এছাড়া অজস্র নেটিজেন ইতিবাচক মন্তব্যে ভরিয়ে তুলছেন মৌয়ের কমেন্ট বক্স। একজন লিখেছেন ‘ওয়ান অফ দা মোস্ট রিমারকেবল পারফরমেন্স’। এছাড়া অনেকেই আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, মাইন্ড ব্লোয়িং,বিউটিফুল, সো গর্জিয়াস, এক্সেলেন্ট ডান্সার ইত্যাদি মন্তব্য করেছেন।