
বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার (Social Media) দৌলতে ট্রেন্ডিং বিভিন্ন রকমের বাংলা গান জনপ্রিয়তা পায় যুব সম্প্রদায়ের কাছে। ইউটিউবে (Youtube) এই সমস্ত গানের ভিডিও মাঝেমধ্যেই ভাইরাল হয়। আজকাল এমন অনেক ইউটিউবাররা আছেন যারা ইউটিউবে নিজেদের চ্যানেল খুলে সেখান থেকে এই সমস্ত গানের উপর নাচের ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। যার মাধ্যমে তারা ব্যাপক জনপ্রিয়তা পায়। নিয়মিত নাচ দেখিয়ে নেটিজেনদের কাছে এরা হয়ে ওঠে অতি পরিচিত এক মুখ।সম্প্রতি মনি গুপ্তা (Moni Gupta) এই একই পথ অনুসরণ করে নিজের জনপ্রিয়তা অর্জন করেছেন। তিনি নেটদুনিয়ায় অত্যন্ত পরিচিত এক মুখ। মাঝেমধ্যেই বিভিন্ন রকমের গানের সাথে নাচের ভিডিও (Dance Video) আপলোড করতে দেখা যায় মনিকে। সোশ্যাল মিডিয়ায় নিজের নাচের মাধ্যমে রাতারাতি সেলিব্রিটি হয়ে উঠেছেন এই যুবতী। সম্প্রতি তাঁর এই নাচের আরো একটি রিল ভিডিও ব্যাপক পরিমাণে সাড়া ফেলেছে নেটদুনিয়ায়।
একটা সময়ে ‘কভি খুশি কভি গম’ (Kabhi Khushi Kabhi Gham) সিনেমার ‘বলে চুদিয়ান’ (Bole Chudiyan) গানটি বিপুল পরিমাণে জনপ্রিয়তা পেয়েছিল। সম্প্রতি এই যুবতী এই গানেই আবারো একটি নাচের রিল ভিডিও তৈরি করেছেন। এই দিন মনিকে ঘরের মধ্যে এই গানে নাচতে দেখা গেছে। যা রীতিমত মুগ্ধ করেছে নেটিজেনদের। পরনে লাল শিফন শাড়ি এবং হাতকাটা লাল ব্লাউজ, খোলা মাথার চুল এবং তার সাথে মানানসই মেকআপ সবকিছু মিলিয়ে মনিকে অত্যন্ত আকর্ষণীয় লাগছিল। উল্লেখ্য এই গানটি গেয়েছেন কুমার শানু (Kumar Sanu) ও কবিতা কৃষ্ণমূর্তি (Kavita Krishnamurthy)।
তবে এই প্রথমবার নয়, এর আগেও বিভিন্ন রকমের জনপ্রিয় গানের নাচের ভিডিও শেয়ার করতে দেখা গেছে মনিকে। এই ভিডিওটি ‘পিক শেয়ার অফিশিয়াল’ নামক একটি ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করা হয়েছে। এছাড়াও যুবতী ‘হায় মেরা দিল’, ‘ভিগি হুয়ি হে রাত’ ইত্যাদি গানের সাথে ও নাচের রিল ভিডিও তৈরি করেছেন। তাঁর এইসব গানের উপর নাচের ভিডিও ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায় ভিউ পাচ্ছে। ইতিমধ্যেই এই ভিডিও লক্ষাধিক ভিউ পেয়ে গেছে। এছাড়া ২০০০ এর উপর লাইক পড়েছে ভিডিওটিতে। নেটদুনিয়ায় তাঁর এই নাচের ভিডিও হটকেকের মতো বিকোচ্ছে। বলাবাহুল্য রীতিমতো এই ভিডিওটি ভাইরাল (Viral Video) হয়ে গেছে।