
বর্তমান যুগের জনপ্রিয় গায়িকা সাহানা বাজপেয়ীর (Sahana Bajpaie) গাওয়া ‘মলয় বাতাসে’ (Moloyo Batashe) গানে নাচ করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন ইউটিউবের পরিচিত মুখ প্রিয়াঙ্কা রয় চৌধুরী (Priyanka Roy Chowdhury)।
‘আর্টস ইন মোশন বাই প্রিয়াঙ্কা’ (Arts In Motion By Priyanka) চ্যানেল থেকে আগের মাসে প্রিয়াঙ্কার এই ভিডিওটি ভাইরাল হওয়ার সাথে সাথে নেটিজেনরা তাঁর নাচের প্রশংসা করেছেন। এখনো পর্যন্ত প্রায় ৩ হাজারের উপরে মানুষ ভিডিওটিকে পছন্দ করেছেন এবং ১ লক্ষের বেশি মানুষ ভিডিওটিকে দেখেছেন। চারিদিকে লাল রঙের ফুলে ঘেরা সবুজ বনানীর মাঝে লাল শাড়ি এবং খোলা চুলে প্রিয়াঙ্কাকে এক কথায় অপূর্ব লাগছিল। গানের কথার সাথে চারিদিকের পরিবেশে একেবারে মিশে গিয়েছে। প্রিয়াঙ্কার অপূর্ব নৃত্য পরিবেশনায় ছিল দক্ষতা এবং পেশাদারিত্বের ছাপ। তাঁর কোরিওগ্রাফিও আলাদা করে প্রশংসার দাবি রাখে। কবিগুরুর অপূর্ব সৃষ্টির মধ্যে অন্যতম এই গান। আর একজন প্রতিভাধর গায়িকা হিসেবে সাহানা এই গানটিকে নতুন রূপে উপস্থাপিত করেছেন শ্রোতাদের সামনে। প্রিয়াঙ্কার নতুন আঙ্গিকে এই নৃত্য পরিবেশন গানটিতে এক অন্য মাত্রা যোগ করেছে।
সোশ্যাল মিডিয়ার দৌলতে নিত্যদিনই এইভাবে প্রিয়াঙ্কার মতো অনেক প্রতিভাধর শিল্পীরা তাদের শিল্প তুলে ধরছেন লক্ষ লক্ষ মানুষের কাছে। নতুনভাবে তাদের চিন্তাভাবনা এবং পরিবেশনার কারণে মানুষ নতুনত্বের স্বাদ পাচ্ছেন। অর্থ উপার্জনের পাশাপাশি মানুষের কাছে পরিচিতি বানানোর সুযোগ পাচ্ছেন এই শিল্পীরা। আর যারা এখনো সেইভাবে জনপ্রিয়তা পাননি তাদের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে প্রিয়াঙ্কার মতো শিল্পীরা যারা ইতিমধ্যে সামাজিক মাধ্যমের পরিসরে নিজেরদের আলাদা জায়গা করে নিতে সক্ষম হয়েছেন।