
সোশ্যাল মিডিয়ায় (Social Media) যখন যেই গানটি ভাইরাল হয় সেই গান রীতিমতো ট্রেন্ডিংয়ে চলে। সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি,ছোট থেকে বড় সকলকেই সেই সমস্ত ট্রেন্ডিং গানে বিভিন্ন রকমের ভিডিও তৈরি করতে দেখা যায়। সম্প্রতি এমনই একটি ট্রেন্ডিং গান হল ‘মোহিনী'(Mohni)। আপাতত গোটা নেটদুনিয়া এই গানের তালে উত্তাল হয়ে রয়েছে। ইতিমধ্যে এই গানের উপর অনেক রকমের নাচের কভার ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। আর দর্শকেরাও এ সমস্ত ভিডিওগুলি খুবই পছন্দ করেছেন। সম্প্রতি এই তালিকায় বাদ গেল না এক ছোট্ট মিষ্টি মেয়েকে এই গানের ওপর নাচের কভার ভিডিও বানাতে দেখা গেল। আর এই বাচ্চা মেয়েটির মিষ্টি নাচের ভিডিও (Dance Video) সোশ্যাল মিডিয়া রীতিমত তোলপাড় করে তুলেছে।
সোশ্যাল মিডিয়ায় যেরকম খারাপ দিক আছে, সেরকম বেশ কিছু ভাল দিকও আছে। তাই এখানেই নেতিবাচক দিকগুলির পাশাপাশি ইতিবাচক দিকগুলো মানুষের জীবনে উঠে আসে। সোশ্যাল মিডিয়ার হাত ধরে অনেকের ভেতরকার প্রতিভা আজ খুব সহজে লক্ষ লক্ষ মানুষের সামনে উঠে আসছে। ঘরের কোনায় বসে না থেকে বিশ্বের দরবারে অনেকেই তাঁদের প্রতিভাকে প্রদর্শন করতে পারছেন। তেমনই একটি বাচ্চা মেয়ে নাচের প্রতিভাকে সকলের সামনে মেলে ধরেছে। এই ছোট্ট মেয়ের নাচের ভিডিও দেখে রীতিমত মুগ্ধ হয়েছে নেটিজেনরা।
ভাইরাল (Viral) হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি বাচ্চা মেয়ে মোহিনী গানের সাথে অপরূপ ভঙ্গিমায় নৃত্য পরিবেশন করেছে। বাচ্চাটি নিজের বাড়ির ছাদে নিজের মনের মত করে নেচেছে। গোলাপি লেহেঙ্গা চোলিতে বাচ্চাটিকে অপরূপ সুন্দর দেখতে লাগছিল। হাতের চুড়ি, মাথায় টিকলি এবং গলার হারে বাচ্চাটির মিষ্টতা শতগুন বেড়ে গেছে। সব মিলিয়ে বাচ্চা মেয়েটির সাজসজ্জা এবং নৃত্যভঙ্গিমা যে এক কথায় অনবদ্ধ ছিল সে কথা আর বলার অপেক্ষা রাখে না।
ইতিমধ্যে বাচ্চা মেয়েটির দুর্দান্ত নাচের ভিডিও ২.৪ মিলিয়ন মানুষ দেখে ফেলেছেন। প্রসঙ্গত ‘চিত্রায়ন’ নামক একটি ফেসবুক পেজ থেকে মাত্র দু’দিন আগে এই ভিডিওটি শেয়ার করা হয়েছিল। যা মাত্র ৪৮ঘণ্টার মধ্যেই দু’লক্ষ কাছাকাছি মানুষ লাইক করে ফেলেছে। এছাড়া অজস্র নেটিজেন ভিডিওটি কমেন্ট বক্সে প্রশংসায় ভরা মন্তব্য করছেন।অসাধারন, বিউটিফুল, নাইস,খুব ভালো ইত্যাদি ইতিবাচক মন্তব্যে ভরে উঠছে কমেন্ট বক্স। সবমিলিয়ে ‘মোহিনী’ গানের সাথে বাচ্চা মেয়ের এই নাচের ভিডিও রীতিমতো ঝড় তুলেছে নেটবাসীদের মনে।