
বর্তমানে সোশ্যাল মিডিয়ার (Social Media) মাধ্যমে আমরা নিত্যদিন হরেক রকমের প্রতিভার প্রদর্শন পেয়ে থাকি। আর যুব সম্প্রদায় এই সোশ্যাল মিডিয়াকে মাধ্যম করেই তাঁদের ভিতরকার সুপ্ত প্রতিভাকে জনসম্মুখে তুলে দিচ্ছেন। এর মাধ্যমে একদিকে যেমন তাঁরা জনপ্রিয়তা পাচ্ছেন, অন্যদিকে তেমনি অর্থ উপার্জনও সম্ভব হচ্ছে। ছোট থেকে বড় আমরা সকলেই সোশ্যাল মিডিয়ার কোন না কোন সাইট ব্যবহার করে থাকি। আর সোশ্যাল মিডিয়ার এই সমস্ত সাইটগুলিতেই বাংলা এবং হিন্দি বিভিন্ন রকমের গানের নাচের ভিডিও (Dance Video) নিত্যদিনই উঠে আসছে। সম্প্রতি এমনি একটি নাচের ভিডিও আপলোড করে নেটমহলে নিজেকে জনপ্রিয় করে তুলেছেন এক যুবতী।
এই যুবতীর নাম সুচিস্মিতা, তিনি হাওড়ার বাসিন্দা, ছোট থেকেই নাচের প্রতি তাঁর প্রবল আগ্রহ। যুবতী সুচিস্মিতার ইউটিউবে ‘সুচিস্মিতা সরকার ডান্স’ নামের একটি নিজস্ব চ্যানেল আছে। সেই চ্যানেল থেকে তিনি নিয়মিত ভিডিও আপলোড করেন। তাঁর নাচের ভিডিওগুলি দর্শকদের খুবই মনোরঞ্জন করে থাকে। ভাইরাল হওয়া ভিডিওটিতে (Viral Video) দেখা যাচ্ছে যুবতী সুচিস্মিতা নিজের বাড়ির ছাদে অত্যন্ত সুন্দর ভঙ্গিমায় নৃত্য পরিবেশন করছেন। জনপ্রিয় হিন্দি গান ‘মাইয়া মাইয়া’ (Mayya Mayya) তে নাচতে দেখা গেছে তাঁকে। কালো রংয়ের পাটিয়ালা প্যান্ট এবং কালো ব্লাউজে মানানসই মেকআপে যুবতী সুচিস্মিতার অদ্ভুত সুন্দর এই নাচ রীতিমতো মুগ্ধ করেছে হাজার হাজার নেটিজেনদের। গানের প্রত্যেকটি বিটের সাথে দুর্ধর্ষ ছিল সুচিস্মিতার ডান্স স্টেপ।
বর্তমানে সুচিস্মিতার এই নাচের ভিডিও সকলের স্মার্টফোনে ঘুরে বেড়াচ্ছে। প্রসঙ্গত এর আগেও তিনি ‘পানি পানি’ , ‘পরম সুন্দরী’র মত জনপ্রিয় হিন্দি গানের নাচের কভার ভিডিও বানিয়ে শোরগোল ফেলে ছিলেন নেটদুনিয়ায়। আর বর্তমানে ‘মাইয়া মাইয়া’ গানের উপর এই নাচের ভিডিওটি তুমুল পরিমাণে জনপ্রিয়তা এনে দিয়েছে তাঁকে। ইতিমধ্যে অজস্র নেটিজেন ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করছেন। ইতিবাচক মন্তব্যে ভরে উঠছে সুচিস্মিতার কমেন্ট বক্স।