
সামাইরা থাপা (Samaira Thapa) নামের তিন বছর বয়সী এক খুদে মেয়ের নব্বই দশকের জনপ্রিয় হিন্দি গানের সাথে দুর্দান্ত নাচের ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে। সামাইরার নাচের বেশিরভাগ ভিডিও পোস্ট হলেই ভাইরাল হয়, এবারেও তার অন্যথা হয়নি। বস্তুত ছোট ছোট হাত-পা নাড়িয়ে তাঁর নাচ যে কারোর মন ভালো করে দিতে সক্ষম হবে। বর্তমান সময়ে অধিকাংশ মানুষই সোশ্যাল মিডিয়াকে নিজেদের বিনোদনের মাধ্যম হিসেবে ব্যবহার করে থাকেন। কাজের ফাঁকে বা নিজেদের অবসর সময়ে চট করে সোশ্যাল মিডিয়া খুলে মন ভালো করে দেওয়ার মতো অনেক কিছুই দেখতে পাওয়া যায়।
সোশ্যাল মিডিয়ায় হামেশাই বিভিন্ন ধরণের ভিডিও ভাইরাল হয়ে থাকে। ভাইরাল হওয়া ভিডিওগুলির এক বড়ো অংশ জুড়ে বাচ্চাদের নানারকম ভিডিও থাকে। নেট দুনিয়ায় বাচ্চাদের ভাইরাল হওয়া ভিডিওতে তাদের বিভিন্ন দুষ্টু-মিষ্টি কাণ্ডকারখানা ছাড়াও মাঝেমধ্যেই প্রতিভার খোঁজ-ও পাওয়া যায়। সোশ্যাল মিডিয়ায় হামেশাই বাচ্চাদের এমন কিছু ভিডিও দেখতে পাওয়া যায় যা দেখে নেটিজেনদের চোখ ছানাবড়া হয়ে যেতে বাধ্য হয়। নাচ-গান-আবৃত্তি, সব দিকেই এক একজন খুদের প্রতিভা তাক লাগিয়ে দেওয়ার মতো হয়।
View this post on Instagram
নেট দুনিয়ায় এমনই এক জনপ্রিয় শিশু সামাইরা থাপা (Samaira Thapa)। নেপালের বাসিন্দা তিন বছর বয়সী এই খুদে মেয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সমানভাবে জনপ্রিয়, তাঁর অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ফলোয়ার্স সংখ্যা ৫ লাখ ৯৭ হাজার। বিভিন্ন গানের সাথে সামাইরার নাচের বা ঠোঁট মেলানোর ভিডিও আকছার ভাইরাল হয়ে থাকে। সম্প্রতি বিখ্যাত গায়িকা অলকা ইয়াগনিকের (Alka Yagnik) গাওয়া নব্বই দশকের জনপ্রিয় বলিউডি গান ‘দিল জানে জিগর তুঝ পে’-এর (Dil Jaane Jigar Tujh Pe) সাথে ছোট্ট সামাইরার নাচ নেটিজেনদের মন জয় করে নিয়েছে। সবুজ রঙের ফ্রক পরে চুলে গোলাপি ক্লিপ লাগিয়ে সামাইরাকে যতটা মিষ্টি দেখাচ্ছিল, তিনি তাঁর থেকেও বেশি সুন্দরভাবে এই নাচ পরিবেশন করেছেন। বরাবরের মতোই খুদে সামাইরার এক্সপ্রেশন সকলছর নজর কেড়েছে। এই রিল ভিডিওর ভিউজ সংখ্যা ৬ লাখ ৬৫ হাজারের গণ্ডি ছুঁয়ে ফেলেছে। ৫৮ হাজারেরও বেশি মানুষ সামাইরার নাচের এই ভিডিও লাইক করার পাশাপাশি কমেন্ট বক্সে তাঁকে প্রশংসা ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।