
ফেসবুক (Facebook) বর্তমান সময়ে সারা বিশ্বের সঙ্গে যুত থাকার এক অন্যতম মাধ্যম। এছাড়াও, প্রতিভা বিকাশের জন্য নেটদুনিয়ায় অধিকাংশ মানুষ এখনও ফেসবুক ব্যবহার করে থাকেন। নেটিজেনদের নিজস্ব প্রোফাইল অর্থাৎ অ্যাকাউন্ট ছাড়াও ফেসবুকে এমন অসংখ্য পেজ রয়েছে যার মাধ্যমে নিয়মিত বহু মানুষের প্রতিভার নিদর্শন দেখতে পাওয়া যায়। বাংলা ফেসবুকের জগতে এমন এক জনপ্রিয় পেজ হল ‘Chitryaan-চিত্রায়ণ’। এই পেজের ফলোয়ার্স সংখ্যা ৯ লাখ ৬৮ হাজার ও পেজটি ৪ লাখেরও বেশি মানুষ লাইক করেছেন।
এই পেজের মাধ্যমে নিয়মিত বিভিন্ন প্রান্তের বিভিন্ন বয়সের মানুষের বিভিন্ন ধরণের প্রতিভা ভিডিও আকারে পোস্ট করা হয়। জনপ্রিয় এই পেজ থেকে পোস্ট করা প্রায় প্রতিটি ভিডিও কম-বেশি ভাইরাল হয়ে থাকে। এই পেজের পোস্ট করা ভিডিওতে হামেশাই এমন অনেক প্রতিভার নিদর্শন দেখতে পাওয়া যায় যা নেটিজেনদের রীতিমতো তাক লাগিয়ে দেয়। ‘চিত্রায়ণ’ পেজ থেকে কারোর ভিডিও পোস্ট হলে সেই মানুষটির নেটদুনিয়ায় পরিচিতি লাভ করতে বেশি সময় লাগে না।
সম্প্রতি তেমনভাবেই এই পেজ থেকে পোস্ট হওয়া এক খুদে মেয়ের জনপ্রিয় বাংলা লোকগীতির সঙ্গে নাচের ভিডিও নেটদুনিয়ায় তুমুল ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওতে শ্রেষ্ঠা চ্যাটার্জী নামের এক মেয়ে ‘মনে করি আসাম যাবো’ গানের সঙ্গে দুর্দান্ত নাচ পরিবেশন করেছেন। পূর্ব বর্ধমানের বাসিন্দা শ্রেষ্ঠার এই নাচের ভিডিওতে তাঁকে খোলা আকাশের নীচে এক সবুজ গাছপালাঘেরা জায়গায় দাঁড়িয়ে নাচ করতে দেখা গিয়েছে। শ্রেষ্ঠা ভিডিওতে নীল রঙের শাড়ি ও রুপোলি গয়না পরে মাথার খোঁপায় ফুল লাগিয়ে সাঁওতালি সাজে সেজেছেন। গানের তালে তালে তাঁর দক্ষ স্টেপস ও এক্সপ্রেশন দেখে সহজেই বোঝা যায় যে তিনি রীতিমতো প্রশিক্ষণপ্রাপ্ত। ইতিমধ্যেই এই ভিডিওটি ৫৫ হাজারের বেশি মানুষ দেখে নিয়েছেন। কমেন্ট বক্সে নেটিজেনরা মন খুলে ছোট্ট শ্রেষ্ঠার দুর্ধর্ষ নাচের প্রশংসা করেছেন