
রণবীর কাপুর (Ranbir Kapoor) অভিনীত ‘ইয়ে জাওয়ানি হ্যা দিওয়ানি’ (Yeh Jawaani Hai Deewani) সিনেমার বিখ্যাত ‘ঘাগড়া’ (Ghagra) গানে নাচ করে নেটদুনিয়ায় প্রশংসা পেয়েছে খুদে এক শিল্পী।
রেখা ভরদ্বাজ (Rekha Bhardwaj) এবং বিশাল দাদলানির (Vishal Dadlani ) গাওয়া এই গানটি দৃশ্যায়িত হয়েছিল মূলত মাধুরী দীক্ষিতের (Madhuri Dixit )উপরে। মাধুরী একজন দক্ষ অভিনেত্রীর সাথে সাথে পেশাদার নৃত্যশিল্পীও। এই গানে তাঁর অসাধারণ নাচ সবার কাছে এক বিশাল বড়ো পাওনা। তবে বয়সে ছোট হলেও ছোট্ট ঈশানভী হেগরে (Ishanvi Hegde) নিজের চেষ্টায় কোনো খামতি রাখেনি । নিজের মতো করে মিষ্টি এক উপস্থাপনা উপহার দিয়েছে দর্শকদের। নীল রঙের ঘাগড়া চোলিতে তাকে ছোট্ট নায়িকা লেগেছে। এই বয়সেও তার নাচের দক্ষতা দারুন। অসাধারণ কোরিওগ্রাফিও সাথে সাথে তাঁর মুখের এক্সপ্রেশনও সমানভাবে প্রশংসার দাবি রাখে। ২ বছর আগে ‘লাস্য’ (Laasya) নামে একটি ইউটিউব চ্যানেল থেকে ভাইরাল হয়েছিল ছোট্ট ঈশানভীর এই নাচ। কিন্তু মানুষের মনে নিজের জায়গা করে নিয়েছিল খুদে এই শিল্পীটি। সেই কারণেই নতুন করে ভিডিওটি ভাইরাল হতেই নেটিজেনরা মন খুলে প্রশংসা করেছেন তার নাচের। ইতিমধ্যে ৩২ লাখের উপরে মানুষ দেখেছে ঈশানভীর এই নাচ। ৪২ হাজারের উপরে মানুষ ভিডিওটিকে লাইক করেছেন।
এই প্রশংসাই ভবিষ্যতে ঈশানভীর ক্যারিয়ার গড়তে উৎসাহ দেবে। ডিজিটাল বিনোদনের দুনিয়ায় ইউটিউবে নিজের প্রতিভা প্রকাশের সুযোগ রয়েছে ছোট বড়ো সব বয়সের মানুষেরই। সেই কারণে এই সব খুদে শিল্পীরাও নির্দ্বিধায় নিজেদের ক্ষুদ্র প্রয়াসের সাহায্যে সহজেই মানুষের মন জয় করে নিতে পারে।