
জনপ্রিয় লোকগীতি ‘তু ক্যানে কাদা দিলি’ (Kada Dili Sada Kapore) গানে অসাধারণ নৃত্য পরিবেশন করে নেটিজেনদের মন জয় করে নিয়েছে এক খুদে শিল্পী।
ভাইরাল ভিডিওটিতে তিতলি মন্ডল (Titli Mondal) নামে খুদে শিল্পীটির পরনে ছিল একটি লাল পেড়ে সাদা কাপড়ের সাথে লাল রঙের ব্লাউজ। চুলের খোঁপায় হলুদ রঙের ফুলের মালা, পায়ে তোড়া আর হাতের আলতা খুদে তিতলির রূপে যেন এক অন্য মাত্রা যোগ করেছে। গ্রাম্য পরিবেশের সাথে খুদে মেয়েটির পরনের সাজও ছিল একবারে গ্রামের মতোই ছিল। লোকগীতি মাটির গান। মাটির গন্ধ লেগে আছে গানটির প্রতিটা লাইনে। তাই স্টুডিওর বদ্ধ পরিবেশের পরিবর্তে তিতলি চারিদিকে সবুজ গাছে ঘেরা খুব সুন্দর এক পরিবেশ বেছে নিয়েছে দর্শকদের মনোরঞ্জন করার জন্য।
বয়স কম হলেও তার নৃত্যদক্ষতা যে কোনো বড় শিল্পীদের থেকে কোনো অংশে কম নয় সেটা ভিডিওটি দেখলেই বোঝা যাচ্ছিল। গানের সমস্ত কথার সাথে তাল রেখে খুব সুন্দরভাবে নৃত্য পরিবেশনা করেছে সে। দুর্দান্ত কোরিওগ্রাফির সাথে দারুন সাজ সমস্ত ভিডিওটিকে বেশ মনোগ্রাহী করে তুলেছে দর্শকদের কাছে। দর্শকও বেশ পছন্দ করেছেন খুদে শিল্পীর এই ছোট্ট প্রয়াসকে। ইতিমধ্যে ৫৩৩ টি লাইকের পাশাপাশি ৮৭ হাজারের উপরে ভিউস এসেছে ভিডিওটিতে। এই ছোট্ট শিল্পীরাই হল আগামী দিনের ভবিষৎ। এখন থেকেই যদি তাদের এই ছোট্ট প্রচেষ্টাকে উৎসাহ দেওয়া যায় তাহলে আগামী দিনে তারা আরো বড়ো শিল্পী হয়ে উঠবে।