
বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া (Social Media) আমাদের জীবনের গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা নিত্যদিনই হরেক রকমের ভাইরাল ভিডিও দেখতে পাই। জনসাধারনের বিনোদনের খোরাক হিসাবে এই সমস্ত ভিডিওগুলি যথেষ্ট। নাচ, গান আবৃত্তি ইত্যাদি বিভিন্ন রকম কনটেন্টমূলক ভিডিওগুলি আমাদের মনোরঞ্জন করে। তবে সবথেকে বেশি আমরা আনন্দিত হই বাচ্চা ছেলেমেয়েদের মজাদার ভিডিওগুলি দেখে। সোশ্যাল মিডিয়ায় বাচ্চা ছেলেমেয়েদের এসমস্ত ভিডিওগুলি একবার আপলোড করার সাথে সাথেই তা ভাইরাল হয়ে যায়। সম্প্রতি এমনই এক পুচকের গিটার হাতে অদ্ভুত ভঙ্গিমায় গান গাওয়ার প্রচেষ্টার ভিডিও সোশ্যাল মিডিয়ার তুমুল পরিমাণে আলোড়ন ফেলেছে।
ভাইরাল হওয়া ভিডিওটিতে (Viral Video) দেখা যাচ্ছে একটা ছোট্ট ছেলে (Baby Boy) অদ্ভুত সুন্দর এক্সপ্রেশনের সাথে গান গাওয়ার প্রচেষ্টা করছে। সম্প্রতি টুইটারে গিটার হাতে এই ছোট্ট ছেলের গান গাওয়ার প্রচেষ্টা ধরা পড়েছে। বাচ্চাটি নিজের মত মনগড়া হাস্যকর সুর এবং হাস্যকর এক্সপ্রেশনের সাথে গিটার হাতে গান করার চেষ্টা চালাচ্ছে। যা দেখে রীতিমতো হাসির রোল উঠেছে নেটিজেনদের মধ্যে। ওই নিষ্পাপ শিশুর এই ভিডিওটি ইতিমধ্যেই সকলের মন ছুঁয়ে গেছে। বাচ্চাটি যখন আপন মনেই এসব কার্যকলাপ চালায় তখন এক জনৈক ব্যক্তি সমগ্র ঘটনাটির ভিডিও বানিয়ে তা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয়,যা পরমুহুর্তেই ভাইরাল (Viral) হয়ে যায়।
Rockstar-like songs with guitar pic.twitter.com/JJGanPUd8V
— Viral Story (@ViralStory1) May 23, 2022
‘ভাইরাল স্টোরি’ নামক এক টুইটার পেজ থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। কয়েকদিন আগেই টুইটারে এই ভিডিওটিকে শেয়ার করা হয় ,যা রীতিমতো দাবানলের মতো ছড়িয়ে পড়েছে গোটা নেটদুনিয়ায়। ইতিমধ্যেই অজস্র মানুষ লাইক, কমেন্ট এবং প্রশংসায় ভরিয়ে দিয়েছে ভিডিওটিতে। ইতিমধ্যেই বাচ্চাটির কান্ড-কারখানা দেখে হাসির ইমোজি কমেন্ট করেছেন অনেকেই। আপাতত বাচ্চাটির নিখাদ সারল্য এবং তার অদ্ভুত সুন্দর এক্সপ্রেশন নেটিজেনদের মুগ্ধ করে দিয়েছে।