
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক ছোট বাচ্চার গলায় গাওয়া ‘গুলাবি আঁখে যো তেরি দেখি’ (Gulabi Aankhen Jo Teri Dekhi) গানটি। ভাইরাল ভিডিওটি দেখে নেটিজেনরা প্রশংসা করেছেন বাচ্চাটির।
মহম্মদ রফির (Mohammed Rafi) গাওয়া এই কালজয়ী গানটি সবারই পছন্দের তালিকায় অনায়াসে জায়গা করে নেবে । অনেক শিল্পী পরবর্তীকালে গানটিকে নিজেরদের মতো করে গেয়ে জনপ্রিয়তা অর্জন করেছেন। কিন্তু ছোট একটি বাচ্চার আধো আধো বুলিতে এখন কেউ গানটি শোনেনি। ‘ইন্ডিয়ান আইডল অফিসিয়াল’ (Indianidol Official) নামে একটা ইনস্টাগ্রাম পেজ থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছে। বাচ্চাটি প্রথমে শিক্ষিকাদের অনুরোধে এমনি গানটি শুরু করেছিল। কিন্তু পরে কোনো এক শিক্ষিকা গানটিকে সোশ্যাল মিডিয়ায় আপলোড করার সিদ্ধান্ত নেন। তিনি পুরো ভিডিওটি করেন এবং ছোট এই শিল্পীকে গান করার অনুপ্রেরণা দেন। এর জন্যই খুদে শিল্পীটি অনায়াসে নিজে যতটা জানে ততটাই গেয়েছে ক্যামেরার সামনে। এই বয়সে তাল লয়ের এত ভালো জ্ঞান মুগ্ধ করেছে দর্শকদের। কোন লাইন সে বেসুরো গায়নি। বিখ্যাত এই গানটির খুদে ভার্শনে বেশ মজা পেয়েছেন সবাই। প্রশংসাসূচক কমেন্টে ভরে গিয়েছে কমেন্টবক্স।
সোশ্যাল মিডিয়ার দৌলতে বর্তমানে অনেকরকমের ভিডিও ভাইরাল হচ্ছে। এর মধ্যে কিছু মজা ভিডিও আবার কখনো শিক্ষণীয় ভিডিও থাকে। তবে শিশুদের ভিডিও সব সময় মন ভালো করে দেয়। তাদের সরল আচরণ একটুকরো টাটকা বাতাস বয়ে আনে রোজকার এই ব্যস্ত জীবনে। এই ভিডিওটিও তার ব্যতিক্রম নয়। এইখানে থেকেই ভবিষ্যতের অনেক প্রতিভাধর শিল্পীর উঠে আসার সম্ভবনা তৈরী হয়ে যায়।