
প্রায় উড়ে গিয়ে ক্যাচ ধরার কায়দায় চিতা বাঘের হরিণ শিকারের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বেশ শিহরণ পড়ে গিয়েছে নেটদুনিয়ায়। বাঘ এবং হরিণের চিরকালীন খাদ্য খাদক সম্পর্ক। ডিসকভারীর মতো চ্যানেলের দৌলতে জঙ্গলের দুনিয়ার অনেক ছবি আমরা দেখতে পাই। তার মধ্যে বাঘের শিকারের ভিডিও আলাদা করে শিহরিত করে প্রায় সবাইকেই।
এইরকম একটা ভিডিও দর্শক দেখতে পেলেন ভারতীয় বন পরিষেবার এক অফিসার সুশান্ত নন্দার (Susanta Nanda) টুইটার পোস্টের দৌলতে। কর্মসূত্রে বন বিভাগে থাকার দরুন ওনাকে প্রায়শই এইসব লোমহর্ষক দৃশ্যের সম্মুখীন হতে হয়। এইবার নেটিজেনদেরকেও এই ঘটনার সাক্ষী করালেন অফিসার নন্দা। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গিয়েছে যে একপাল হরিণের দল জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল। আর অন্যদিকে চিতা বাঘটিও তার খাবারের সন্ধানে ওঁৎ পেতে রয়েছে। সুযোগ বুঝে হটাৎ করে হরিণের পালকে আক্রমণ করে চিতাটি। এতে ছত্রভঙ্গ হয়ে যায় হরিণের দল।
Flying catch🙂
🎥life & Nature pic.twitter.com/39ATvCyVck— Susanta Nanda IFS (@susantananda3) February 11, 2022
এই দলে একজন হরিণ বাদে বাকি সব হরিণ পালাতে সক্ষম হয়। যেটি পারেনা সেটি বাঘের খাদ্যে পরিণত হয়। বাঘের সাথে পেরে ওঠা হরিণের পক্ষে সম্ভব নয়। কিন্তু আত্মরক্ষার স্বার্থে তারা যে যার মতো করে পালায়। যে পারেনা তাকে বাঘের আক্রমণের শিকার হতে হয়। তবে এই ক্ষেত্রে বাঘটির আক্রমণের ভঙ্গিমা বেশ আলাদা। প্রায় উড়ন্ত অবস্থায় হরিণটিকে আক্রমণ করে বাঘটি। ভিডিওটি দেখার পরে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখতে পাওয়া গিয়েছে। কেউ কেউ নিহত হরিণটির জন্য দুঃখ প্রকাশ করেছেন। আবার অনেকে এই লোমহর্ষক ভিডিওগ্রাফিটির প্রশংসা করেছেন।