
সোশ্যাল মিডিয়া (Social Media) বর্তমান সময়ে এমন এক মাধ্যম হয়ে উঠেছে যেখানে যে কেউ অত্যন্ত অল্প সময়ের মধ্যে নিজের একটি স্বতন্ত্র পরিচিতি গঠন করতে সক্ষম হন। মূলত বিভিন্ন রকমের নাচ,গান আবৃত্তি ইত্যাদি প্রতিভামূলক ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অনেকেই জনপ্রিয় হয়ে উঠছেন। আর আমরাও নিত্যদিনের কাজের ফাঁকে নেটদুনিয়ায় এই সমস্ত মজাদার ভিডিওগুলি দেখে অত্যন্ত আনন্দিত হই। হরেক রকমের ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়। তবে এর মধ্যে বাচ্চা ছেলেমেয়েদের বিভিন্ন রকমের ভিডিও সোশ্যাল মিডিয়ায় সবথেকে বেশি গ্রহণযোগ্যতা পায়। অনেক সময়ই আমরা দেখি ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা তাদের আঁকা আবৃত্তি নাচ গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছে। সম্প্রতি এমনই এক বাচ্চা মেয়ের নাচের ভিডিও (Dance video) সোশ্যাল মিডিয়ায় ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে। তার নাচ দেখে রীতিমত মুগ্ধ হয়েছেন নেটিজেনরা।
প্রায় এক বছর আগেই চিত্রায়ণ নামক একটি ইউটিউব চ্যানেল থেকে এই নাচের ভিডিও শেয়ার করা হয়। যেখানে দেখা যাচ্ছে একটি বাড়ির ড্রইং রুমের মধ্যে একটি ৩-৪ বছরের বাচ্চা মেয়ে অত্যন্ত সুন্দর ভঙ্গিমায় একটি লোকগীতিতে নাচছে। বাচ্চাটি নিজের নাচের ছন্দে নিজের যে প্রতিভাকে মেলে ধরেছে তা রীতিমতো প্রশংসনীয়। পল্লীগীতিতে নাচার জন্য যেরকম সাজপোশাকের প্রয়োজন হয় ঠিক সেইভাবেই বাচ্চা মেয়েটিকে সাজানো হয়েছে। উঁচু করে পরা শাড়ীতে মেয়েটিকে অত্যন্ত মিষ্টি দেখতে লাগছিল। মাথায় খোঁপা বেঁধে এবং হাতে কানে গলায় অক্সিডাইস গয়না পরে এই মেয়েটিকে গায়িকা লোপামুদ্রা মিত্রের একটি অন্যতম গান ‘লাল মাটি সবুজ টিলা’ (Lal Mati Sabuj Tila) তে নাচতে দেখা গেছে। প্রসঙ্গত এই বাচ্চা মেয়েটির নাম আয়ুশ্রী সরকার। বাচ্চাটি অত্যন্ত অল্প বয়স থেকেই যে নাচ শেখে তা তার নাচের ভিডিও দেখেই বোঝা যাচ্ছে।
গানের প্রত্যেকটি ছন্দ অত্যন্ত সুন্দরভাবে করে দেখিয়েছে এই বাচ্চাটি। বলতে গেলে মিউজিকের একটি বিটও মিস করেনি আয়ুশ্রী। বর্তমানে এই নাচের ভিডিও ২১ হাজারেরও বেশি ভিউ পেয়ে গেছে। এছাড়া অজস্র নেটিজেন ভিডিওটি লাইক করেছেন। ইতিমধ্যে ভিডিওর কমেন্ট বক্স বাচ্চা মেয়েটির নাচের প্রশংসায় ভরে উঠেছে।