
জনপ্রিয় লোকগীতি কমলায় নেত্য করে (Komolay Nritto Kore) গানে নাচ করে নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছেন তিথি দে (Tithi Dey) নামে এক যুবতী।
গানটি পুরোনো লোকগীতি হলেও কিছু মাস আগে সারেগামাপা খ্যাত অঙ্কিতা ভট্টাচার্য (Ankita Bhattacharyya) নতুন করে গানটিকে গেয়েছিলেন। এর পরে গানটির জনপ্রিয়তা কয়েকগুন বেড়ে গিয়েছে। তিথিও এই নতুন ভার্শনেই নৃত্য পরিবেশনা করেছেন।
লাল পেড়ে কালো শাড়ির সাথে খোঁপায় বাঁধা লাল ফুলের মালাতে তিথিকে এককথায় অসাধারণ লেগেছে। নতুন ভার্শনে নতুনভাবে নাচটিকে পরিবেশন করেছেন তিথি। তবে ভিডিওটির সবচেয়ে বড়ো আকর্ষণের জায়গা হলো এর ব্যাকগ্রাউন্ড। বিভিন্ন জায়গায় অসাধারণ দক্ষতায় নেচেছেন তিথি। কখনো জঙ্গলের মনোরম পরিবেশ আবার কখনো হাইরোডকে নিজের নাচের মঞ্চ বানিয়েছেন । বদ্ধ স্টুডিওর পরিবর্তে প্রাকৃতিক পরিবেশে নাচ করার জন্য ভিডিওটি আরো মনোগ্রাহী হয়ে উঠেছে। গায়িকা অঙ্কিতার অসাধারণ কণ্ঠের সাথে তিথির এই মনোমুগ্ধকর নাচ ভিডিওটিকে এক আলাদা মাত্রা দিয়েছে। নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি শেয়ার করার সাথে সাথে নেটিজেনরা প্রসংশায় কমেন্টবক্স ভরিয়ে তুলেছেন। ইতিমধ্যে ৩২৮ জন দর্শক ভিডিওটিকে লাইক করেছেন। ভিউস সংখ্যা ছাড়িয়েছে ১৫ হাজারের উপরে। মূলত ক্রিস্টমাস উপলক্ষ্যে নাচটি শেয়ার করেছিলেন শিল্পী।
অনেক বাঙালি নৃত্যশিল্পী এখন এই গানে নিজের নাচের রীল ভিডিও বানিয়ে দর্শকদের প্রশংসা আদায় করে নিচ্ছেন। ডিজিটাল বিনোদনের জগতে ইউটিউবে তিথির মতো অনেক শিল্পী নিজের নাচের দক্ষতা দর্শকদের সামনে নিয়ে আসছেন। পুরোনোর পরিবর্তে নিত্যনতুন উপস্থাপনার সাহায্যে দর্শকদের মন জয়েই চেষ্টায় কোনো খামতি রাখছেন এইসব শিল্পীরা।