
‘ডান্স স্টার মৌ’ (Dance Star Mou) চ্যানেলের এক নাচের ভিডিও আবারও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। এই কথা কারোরই অজানা নয় যে সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম প্রভৃতি এখন এক শ্রেণীর মানুষের প্রতিভা বিকাশের জায়গা হয়ে উঠেছে। অধিকাংশ মানুষ যেমন সোশ্যাল মিডিয়া বিনোদনের মাধ্যম বা সময় কাটানোর উপাদান হিসেবে ব্যবহার করেন, তেমন উল্টোদিকে কিছু মানুষ নিজেদের বিভিন্ন রকম প্রতিভা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভিডিও বা ছবি আকারে তুলে ধরেন। কারোর কোনো ভিডিও নেটিজেনদের ভালো লাগলে তা অচিরেই ভাইরাল হয়ে যায়।
এই ধরণের ভিডিও সর্বাধিক দেখা যায় ইউটিউবে। ইউটিউবে যাঁর চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা এবং ভিডিওতে ভিউজ-লাইক-কমেন্টস যত বেশি থাকে তাঁকে তত জনপ্রিয় বলে গণ্য করা হয়। ইউটিউবে এমনই এক জনপ্রিয় চ্যানেলের নাম ‘ডান্স স্টার মৌ’ (Dance Star Mou)। উল্লেখ্য চ্যানেলটির অধিকারিণী মৌমিতা বিশ্বাস (Moumita Biswas), এই চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ২ লাখ ৩ হাজারের গণ্ডি পার করে ফেলেছে। ইউটিউবে এই চ্যানেল থেকে নিয়মিত বিভিন্ন ধরণের বাংলা গান বিশেষত বাংলা লোকগীতির সাথে নাচের ভিডিও পোস্ট করা হয়।
সম্প্রতি ইউটিউবে মৌমিতার এক লোকনৃত্যের ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে। এই ভিডিওতে তিনি অর্পিতা চক্রবর্তীর গাওয়া বাংলা লোকগীতি ‘কালো ভ্রমর’-র (Kalo Bhromor) সাথে নাচ করেছেন। ভিডিওতে তাঁকে কালো শাড়ি ও কান-হাত-গলা-কোমরে রঙিন গয়না পরে দেখা গিয়েছে, তার সাথে খোলা হাতে রঙিন বডি পেন্টের নকশা বিশেষভাবে নজর কেড়েছে। মানানসই মেকআপে সেজে কপালে ছোট্ট টিপ পরে সাঁওতালি ধাঁচের সাজে সুন্দরী মৌমিতাকে দারুণ দেখাচ্ছিল। খোলা পরিবেশে চারিদিক সবুজ গাছে ঘেরা এক জায়গায় দাঁড়িয়ে তিনি দারুণ দক্ষ স্টেপ ও এক্সপ্রেশন দিয়ে নৃত্য পরিবেশন করেছেন। ইতিমধ্যেই এই ভিডিওটি ১৩ হাজার মানুষ দেখে নিয়েছেন। কমেন্ট বক্সে নেটিজেনদের প্রায় সকলেই মৌমিতার নাচ ও সৌন্দর্য্যের ভূয়সী প্রশংসা করেছেন।