
আজকাল যুব সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন রকমের গানের উপর নাচের কভার ভিডিও (Dance Video) বানানোর প্রবণতা দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এসমস্ত নাচের ভিডিওগুলি তুমুল পরিমাণে ভাইরাল হয়। পুরোনো দিনের গান থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের ট্রেন্ডিং বাংলা গানে এই সমস্ত নাচের ভিডিওগুলি তৈরি হয়। বেশ কয়েক বছর আগে প্রভাত রায়ের পরিচালনায় জিৎ কোয়েল অভিনীত ‘মানিক’ ছবিটি খুবই জনপ্রিয়তা পেয়েছিল। আর এই ছবির অন্যতম একটি জনপ্রিয় গান হল ‘ঝুমুর ঝুমুর নুপুর বাজে’ (Jhumur Jhumur Nupur Baje) সম্প্রতি এই গানের উপরই এক যুবতীকে নাচের ভিডিও তৈরি করতে দেখা গেল। আর সেই নাচের ভিডিও নেটদুনিয়ায় হৈ চৈ ফেলে দিয়েছে।
বর্তমানে অনেকেই ইউটিউবে নিজেদের একটি চ্যানেল খোলে, আর সেখান থেকে তাদের নাচ, গান,আঁকা,আবৃত্তি ইত্যাদি বিভিন্ন রকমের শৈল্পিক ভিডিওগুলি প্রকাশিত হয়। এসব ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথেই নেটিজেনরা খুবই পছন্দ করেন। সম্প্রতি এক যুবতী ইউটিউবে ‘ডান্স স্টার মৌ’ নামের একটি চ্যানেল খুলেছেন।প্রসঙ্গত যুবতী একজন প্রশিক্ষণপ্রাপ্ত নৃত্যশিল্পী এবং নাচতে খুবই ভালোবাসেন। তিনি তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে মাঝেমধ্যেই বিভিন্ন রকমের নাচের ভিডিও শেয়ার করেন। সম্প্রতি ‘মানিক’ ছবির ‘ঝুমুর ঝুমুর নুপুর বাজে’ গানের উপর যুবতী মৌয়ের এই নাচের ভিডিও নেটিজেনরা খুবই পছন্দ করেছেন।
শেয়ার করা ভিডিওটিতে দেখা যাচ্ছে সবুজে ঘেরা খোলা প্রকৃতির মধ্যে টুকটুকে রানী কালারের লেহেঙ্গা চোলি পরে নাচছেন মৌ। গোলাপি ওরনাটাকে মাথায় দিয়ে সুন্দরভাবে নৃত্য পরিবেশন করেছেন তিনি। পোশাকের সাথে মানানসই মেকআপ এবং দুই হাতে একগুচ্ছ করে চুড়িতে মৌকে অত্যন্ত সুন্দরী দেখতে লাগছিল। বলতে গেলে মিউজিকের সাথে তাঁর নাচের প্রত্যেকটি ছন্দ অসাধারণ ছিল। খোলা প্রকৃতি আর তার মধ্যে এত মনভোলানো নাচ সবের মিশেলে এক অদ্ভুত পরিবেশের সৃষ্টি করেছিল, যা দেখে রীতিমত মুগ্ধ হয়েছেন হাজার হাজার নেটিজেন।
ইউটিউবে ইতিমধ্যেই এই ভিডিওটি ভাইরাল (Viral) হয়ে গেছে। যুবতী মৌ মাত্র বাইশ ঘন্টা আগে এই ভিডিওটি তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করেছেন, যা এই অল্প সময়ের মধ্যেই ১৯ লাখ ভিউ পেয়ে গেছে। এছাড়া ভিডিওটিতে ৭৭৫ টি লাইক পড়েছে এবং তাঁর কমেন্ট বক্স ভরে উঠছে প্রশংসায় ভরা মন্তব্যে। অপূর্ব, বিউটিফুল পারফরম্যান্স, অসাধারণ, খুব সুন্দর লাগছে ইত্যাদি মন্তব্যে ভরে উঠেছে যুবতী মৌ এর কমেন্ট বক্স।