
সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে অনেক মানুষই এখন নিজের প্রতিভার বিকাশ করে জনপ্রিয়তা লাভের চেষ্টা করে থাকেন। বস্তুত বেশিরভাগ মানুষই সোশ্যাল মিডিয়া তথা সর্বোপরি নেট দুনিয়াকে নিজেদের বিনোদনের মাধ্যম হিসেবে ব্যবহার করায় বিভিন্ন ধরণের প্রচুরসংখ্যক ভিডিও আকছার নেট দুনিয়ায় ভাইরাল হয়ে থাকে। যে সমস্ত মানুষ নিজেদের মধ্যের প্রতিভা নিয়ে আত্মবিশ্বাসী অথচ প্রকাশের সুযোগ সচরাচর পেতেন না তাঁরাও সোশ্যাল মিডিয়ায় নিজেদের ভিডিও পোস্ট করে অচিরেই জনপ্রিয় হয়ে উঠেছেন। কেউ পোস্ট করেন নিজের নাচের ভিডিও, কেউ পোস্ট করেন নিজের গান গাওয়ার ভিডিও, কেউ পোস্ট করেন নিজের ছবি আঁকার পুরো সময়ের পদ্ধতির ভিডিও, কেউ পোস্ট করেন রান্নার ভিডিও, কেউ বা অন্যান্য কোনো প্রতিভা নেটিজেনদের সামনে ভিডিওর আকারে তুলে ধরেন। বিশেষত ইউটিউবে এই ধরণের ভিডিও দেখতে পাওয়া যায়।
যাঁরা সোশ্যাল মিডিয়াকে নিজেদের প্রতিভা বিকাশের মাধ্যম হিসেবে বেছে নেন তাঁদের মধ্যে অধিকাংশই ইউটিউবে নিজস্ব চ্যানেল তৈরি করেন। যাঁর চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা এবং ভিডিওতে লাইক ও কমেন্টের সংখ্যা যত বেশি থাকে তিনি তত বেশি জনপ্রিয় বিবেচিত হয়ে থাকেন। সম্প্রতি ইউটিউবে এমনভাবেই এক নাচের ভিডিও প্রবল ভাইরাল হয়েছে। ২০২১ সালে ওটিটি প্ল্যাটফর্ম ‘হটস্টার’-এ মুক্তি লাভ করে অক্ষয় কুমার, ধনুষ ও সারা আলি খান অভিনীত সিনেমা সিনেমা ‘আতরঙ্গি রে’। এই সিনেমার ‘চকা চক’ নামক একটি গান নেট দুনিয়ায় ভীষণ জনপ্রিয়তা লাভ করে। বহু মানুষ এই গানের সাথে নিজেদের মতো করে নেচে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেছিলেন। উল্লেখ্য ভাইরাল হওয়া ভিডিওটিতে মেয়েটি এই গানের সাথেই নাচ পরিবেশন করেছেন।
ভাইরাল হওয়া ভিডিওতে জয়ন্তী চক্রবর্তী নামের একজন সুন্দরী মেয়ে নাচ করেছেন, তিনি এই ভিডিও নিজের ‘জে সি ওয়ার্ল্ড নামক চ্যানেল থেকে পোস্ট করেছেন। এক খোলা জায়গায় সবুজ গাছপালার মাঝে দাঁড়িয়ে জয়ন্তী হলুদ-সবুজ রঙের শাড়ি পরে খোলা চুলে ‘চকা চক’-এর সাথে নাচ করেছেন। কানে ঝোলা দুল, মানানসই মেকআপ ও গাঢ় লিপস্টিকে তাঁকে ভীষণ সুন্দর দেখাচ্ছিল। জয়ন্তীর নাচের দক্ষ মুভমেন্ট ও মুখের এক্সপ্রেশন দেখে স্পষ্টভাবে বোঝা গিয়েছে যে তিনি রীতিমতো প্রশিক্ষণপ্রাপ্ত। ভাইরাল হওয়া এই ভিডিওটি তিন মাস আগে পোস্ট করা হয়েছিল, ভিডিওটির ভিউজ সংখ্যা বর্তমানে ১৪ লাখের গণ্ডি পার করে ফেলেছে। কমেন্ট বক্সে নেটিজেনদের অধিকাংশই জয়ন্তীর নাচের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।