
কিছুদিন আগে অরিজিৎ সিং (Arijit Singh) একটি সর্বভারতীয় চ্যানেলে সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানাতে তাঁরই গাওয়া একাধিক গান গেয়েছিলেন। ইতিমধ্যেই সেই গানগুলি সোশ্যাল মিডিয়ায় তুমুল পরিমাণ আলোড়ন ফেলেছে। তার মধ্যে অন্যতম একটি গান নেটদুনিয়ায় কাঁপিয়ে বেড়াচ্ছে সেটি হল ‘কেন পিছু ডাকো বারে বারে তুমি’। তারপর থেকে এই গানটি রীতিমতো ট্রেন্ডিং এ চলছে। সোশ্যাল মিডিয়ায় নিত্যদিন এই গানের উপর কভার ভিডিও তৈরি হতে দেখা যাচ্ছে। ইতিমধ্যে অনেকেই এই গানের উপর ডান্সের বিভিন্ন রকমের ভিডিও (Dance Video) আপলোড করেছেন নেটদুনিয়ায়। সেগুলি বহুল পরিমানে জনপ্রিয়তা পাচ্ছে। সম্প্রতি আবারো এই গানে এক যুবতীকে অসাধারণ ভঙ্গিমায়ে নৃত্য পরিবেশন করতে দেখা গেল।
ইতিমধ্যে হেমন্ত মুখোপাধ্যায় এবং লতা মঙ্গেশকরের গাওয়া এই কালজয়ী গান ‘দে দোল দোল দোল’ (De Dol Dol Dol) অরিজিৎ সিং এর গলায় নতুনভাবে পাওয়া গেছে। আর তারপর থেকেই এই পুরোনো গানটিকে নিয়ে সাধারণ মানুষের উন্মাদনার শেষ নেই। সেলিব্রেটি থেকে সাধারণ মানুষ সকলেই মজেছেন এই গানের সুরে। তবে ইতিমধ্যে এই গানের বিভিন্ন রকমের নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হলেও সম্প্রতি এই যুবতী যে নাচের ভিডিও শেয়ার করেছেন তা দেখে রীতিমতো মুগ্ধ হয়েছে নেটিজেনরা। প্রসঙ্গত যুবতীর নাম মনীষা। ইউটিউবে তাঁর নিজস্ব একটি চ্যানেল আছে। তাঁর ইউটিউব চ্যানেলের নাম ‘মনীষা ডি এন্ড পি’। প্রায় নিয়মিতভাবেই মনীষা বিভিন্ন রকমের নাচের ভিডিও এবং রিল ভিডিও শেয়ার করেন তাঁর চ্যানেল থেকে। তিনি অত্যন্ত অল্প সময়ে অতি পরিচিত এক মুখ হয়ে উঠেছেন নেটিজেনদের কাছে।
সম্প্রতি তাঁর শেয়ার করা ভিডিওটিতে দেখা যাচ্ছে এক মনোরম গ্রাম্য পরিবেশে পুকুরের ধারে অসামান্য ভঙ্গিমায় এই গানে নেচেছেন যুবতীটি। সাদা শাড়ি, লাল ব্লাউসে এবং মানানসই সাজপোশাকে অত্যন্ত সুন্দরী দেখতে লাগছিল তাঁকে। খোপায় বাঁধা সাদা ফুল এবং অক্সিডাইসের গয়নার সাথে তাঁর ফেসিয়াল এক্সপ্রেশন ছিল দেখার মতো। ইতিমধ্যেই এই ভিডিওটি ২৩০০ এর ওপরে ভিউ পেয়ে গেছে। মাত্র একদিন আগেই যুবতী এই ভিডিও শেয়ার করেছেন নেটদুনিয়ায়। অনেকেই এক্সসেলেন্ট, খুব সুন্দর হয়েছে ,ওয়াও , অপূর্ব হয়েছে ইত্যাদি মন্তব্যে ভরিয়ে তুলছেন মনীষার কমেন্ট বক্স।