
আমাদের চারপাশে এমন অনেক মানুষই আছেন যাঁরা উপযুক্ত সুযোগের অভাবে নিজের প্রতিভাকে কাজে লাগাতে পারেননি। কিন্তু বর্তমান সময়ে হঠাৎ হঠাৎ এই সমস্ত সুপ্ত প্রতিভার প্রকাশ ঘটতে দেখা যায় সোশ্যাল মিডিয়াতে (Social Media)। তার কারণ সোশ্যাল মিডিয়া বর্তমান সময়ে এমন একটি মাধ্যম যেখানে আমরা অনেক অদ্ভুত ঘটনার সন্ধান পাই। সাম্প্রতিক সময়ে একটি ভিডিও খুবই আলোড়ন ফেলেছে নেটদুনিয়ায়। যেখানে দেখা যাচ্ছে একজন প্রতিবন্ধী বৃদ্ধ (Grandfather) খালি গলায় কোনরকম বাদ্যযন্ত্রের সাহায্য ছাড়াই অসাধারণ ভঙ্গিমায় গান করছেন। তাঁর গায়কী প্রতিভা দেখে সত্যি আশ্চর্য লেগে যাওয়ার কথা। যে অদ্ভুতভাবে তিনি গান গেয়েছেন তা বলার ভাষা নেই।
সুর হলো এমনই এক জিনিস তা যদি কোন মানুষের কন্ঠে থাকে তাহলে কোনো আড়ম্বরপূর্ণ বাদ্যযন্ত্রের প্রয়োজন পড়ে না। একজন সঠিক শিল্পীর ভিতর সেই প্রতিভা লুকানো অবস্থায় থাকে যা হঠাৎ করে অল্প একটু সুযোগ পেলেই প্রকাশ্যে উঠে আসে। গানকে শ্রুতিমধুর করতে আমরা সাধারণত বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র যেমন গিটার, হারমোনিয়াম, পিয়ানো, কিবোর্ড, তবলা ইত্যাদি ব্যবহার করে থাকি। কিন্তু এই সব বাদ্যযন্ত্র ছাড়াও যে গলায় সুর তোলা যায় সেই কথা প্রমাণ করে দিয়েছেন এই প্রতিবন্ধী বৃদ্ধ।
‘বাংলা২৪’ নামক একটি ইউটিউব চ্যানেল থেকে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে। যেখানে দেখা যাচ্ছে এক শীর্ণকায় প্রতিবন্ধী বৃদ্ধ খালি গলায় অদ্ভুত সুন্দর ভাবে গান পরিবেশন করছেন। কোন রকম বাদ্যযন্ত্র ছাড়াই তিনি যেভাবে গান করেছেন তাতে রীতিমত মুগ্ধ নেটিজেনরা। হাতে ধরা সামান্য দুটো টিনের কৌটোর সাহায্যে এই বৃদ্ধ গান গেয়েছেন। তাঁর সাথে থাকা কৌটো দুটিকে হাতের সাহায্যে ধরে অদ্ভুত ভঙ্গিমায় বাজিয়ে তিনি সুরের মূর্ছনা তুলেছেন। যুগান্তকারী গায়ক মোহাম্মদ রফির (Mohammed Rafi) ‘মেরে মিতবা’ গানটি গাইতে শোনা গেছে এই বৃদ্ধকে।
একটি সামান্য ক্ষুদ্র জিনিসকে তিনি কীভাবে বাদ্যযন্ত্রে রূপান্তরিত করেছেন তা দেখে রীতিমত অবাক সকলেই। বলতে গেলে তাঁর গায়কীতে মুগ্ধ হয়ে গেছেন সকলেই। ইতিমধ্যেই ভিডিওটি হু হু করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। এই ভিডিওটি ইতিমধ্যে ২.৯ কোটি ভিউ পেয়ে গেছে। এছাড়া অজস্র নেটিজেন প্রশংসায় ভরা মন্তব্য করছে কমেন্ট বক্সে।