
জনপ্রিয় সঙ্গীত শিল্পী কুমার শানুর একটি অন্যতম গান হল ‘কে বলে ঠাকুমা তোমার বয়স পেরিয়ে গেছে আশি’। আর এই গানটা নতুনভাবে আরো একবার প্রমাণ করে দিল সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হওয়া একটি ভিডিও। এমনিতেই সোশ্যাল মিডিয়ায় নিত্যদিনই হরেকরকমের মজাদার ভিডিও ভাইরাল হয়। আর এই সমস্ত ভিডিওগুলি দেখে সাধারণ মানুষ খুবই আনন্দ উপভোগ করেন। সম্প্রতি এমনই একটি ভিডিও (Old Grandmother Dance Video) সোশ্যাল মিডিয়ায় বহুল পরিমাণে ভাইরাল হয়েছে। যেখানে বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে ৭০ এর উপরের এক বৃদ্ধা হিন্দি গানে নেচেছেন। বয়স বেড়ে যাওয়ার সাথে সাথে শরীর যে অচল হয়ে যায় এই কথাটাকে একদমই ভুল প্রমাণ করে দিয়েছেন এই বৃদ্ধা ঠাকুমা। তাঁর নাচ যেকোনো অল্প বয়সী যুবক যুবতীদের হার মানিয়ে দেবে।
ভাইরাল (Viral) হওয়া ভিডিওতে যেই বৃদ্ধাকে নাচতে দেখা গেছে তাঁর বয়স ৭০ এর কোঠায় হবে। কিন্তু তাঁর সাবলীল ভঙ্গিমায় নাচ দেখে রীতিমতো হতবাক হয়ে গেছে নেটিজেনরা। এতটা বয়সেও তিনি হিন্দি রিমিক্স গানে ফাটিয়ে নেচেছেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে বাড়ির সামনের উঠানে চরম জোরে বক্স বাজছে। আর সেই বক্সের গানের তালে সাদা রংয়ের শাড়ি পরে পাকা চুলের এক বৃদ্ধা রীতিমতো খোশ মেজাজে নাচছেন। বিখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তীর ‘মুঝকো পিনা হে পিনে দো’ গানের রিমিক্স ভার্সনে নাচে দেখা গেছে এই বৃদ্ধাকে। রীতিমতো বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি করে তিনি নেচেছেন। তাঁর নাচ দেখে কার্যত হতবাক দর্শকেরা।
‘এস টেক’ নামক একটি ইউটিউব চ্যানেল থেকে এই মজাদার ভিডিওটি শেয়ার করা হয়েছে। ইতিমধ্যে ভিডিওটি ১৩ লাখ ভিউ পেয়ে গেছে। এছাড়া অজস্র নেটিজেন ভিডিওটি লাইক এবং শেয়ার করছেন। আপাতত প্রত্যেকেই বৃদ্ধার এই নাচে অত্যন্ত মজা পেয়েছেন। তাই বিভিন্ন রকমের মজাদার মন্তব্যে ভরে উঠছে কমেন্ট বক্স। অনেকে লিখেছেন ‘ঠাকুমা তো পুরো স্টেজ কাঁপিয়ে দিল নেচে’। আবার কেউ কেউ লিখেছেন ‘আপনি মিঠুনদা কেও পিছনে ফেলে দিয়েছেন’। আর এ সমস্ত মন্তব্যগুলো দেখে সহজেই অনুমান করা যাচ্ছে বৃদ্ধার এই মজাদার নাচ নেটিজেনদের খুবই মনে ধরেছে।