
‘গলত বাত হ্যায়’ (Galat Baat Hai) গানের সঙ্গে দুর্দান্ত নেচে নেটিজেনদের মন জয় করে নিয়েছেন এক সুন্দরী যুবতী! নেটদুনিয়ায় হামেশাই প্রিয়াঙ্কা সু্র (Priyanka Sur) নামক এই যুবতীর বিভিন্ন রিল ভিডিও ভাইরাল হয়ে থাকে। এই কথা অনস্বীকার্য যে নেটদুনিয়া এখন প্রতিভা বিকাশের এক অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। যে কেউ এখন নিজের যে কোনো প্রতিভার ভিডিও রেকর্ড করে নেট দুনিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে যখন খুশি পোস্ট করতে পারেন। ইন্টারনেটের সহজলভ্যতাকে ব্যবহার করে এইভাবে নিজের প্রতিভা খুব সহজেই সকলের কাছে পৌঁছে দেওয়া যায়।
কারোর পোস্ট করা কনটেন্ট অর্থাৎ ভিডিও যদি নেটিজেনদের পছন্দ হয় তবে সেই ভিডিও রাতারাতি ভাইরাল হয়ে যায়। ভাইরাল হওয়া সেইসব ভিডিওতে যাঁদের প্রতিভা নেটিজেনদের মন জয় করে তাঁরাও রাতারাতি জনপ্রিয়তা অর্জন করেন। এইভাবে নেট দুনিয়ায় বিভিন্ন বয়সের বিভিন্ন মানুষ সোশ্যাল মিডিয়া স্টার বা সেলিব্রিটি হয়ে উঠেছেন। ইনস্টাগ্রামে এমনই জনপ্রিয় এক যুবতী প্রিয়াঙ্কা সুর (Priyanka Sur)। তাঁর অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ফলোয়ার্স সংখ্যা ২ লাখ ৩৫ হাজার।
View this post on Instagram
সম্প্রতি জনপ্রিয় হিন্দি গান ‘গলত বাত হ্যায়’ (Galat Baat Hai)-এর সাথে প্রিয়াঙ্কার নাচের ভিডিও তুমুল ভাইরাল হয়েছে। নীতি মোহন (Neeti Mohan) ও জাভেদ আলির (Javed Ali) গাওয়া গানের সাথে নাচের এই ভিডিওতে সুন্দরী এই যুবতীর দক্ষ স্টেপস ও ঘায়েল করা এক্সপ্রেশন নেটিজেনদের মুগ্ধ করেছে। কালো রঙের শর্ট স্কার্ট ও ক্রপ টপ পরে বোল্ড অবতারে তাঁর প্রাণবন্ত নাচ ও এনার্জি সত্যিই প্রশংসার দাবি রাখে। ভাইরাল হওয়া এই রিল ভিডিওর কমেন্ট বক্স ‘বিউটিফুল’, ‘সেক্সি ডিভা’, ‘গজব’, ‘ভেরি নাইস’ প্রভৃতি প্রশংসামূলক কমেন্টে ছেয়ে গিয়েছে।