
বেলি ডান্স (Belly Dance) হল অসামান্য একটি নৃত্য ফর্ম। সাধারণত বিদেশে এই ডান্স করা হয়। তবে বর্তমানে সারা ভারতবর্ষে এই বেলি ডান্স এর জনপ্রিয়তা বাড়ছে। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি অনেককেই বেলি ডান্স করতে দেখা যাচ্ছে। বর্তমানে সোশ্যাল মিডিয়ার (Social Media) মাধ্যমে আমরা বিভিন্ন রকমের ভিডিও দেখে থাকি। তার মধ্যে বিভিন্ন ধরনের নাচের ভিডিও আমাদের যথেষ্ট মনোরঞ্জন করে। সম্প্রতি ইউটিউবে একটি বেলি ডান্সের (Belly Dance Video) ভিডিও তুমুল পরিমাণে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে পাঁচ সুন্দরী বিদেশী কিশোরী অসামান্য ভঙ্গিমায় বেলি ডান্স করে কার্যত তাক লাগিয়ে দিয়েছে নেটিজেনদের।
মিশরের একটি প্রাচীন ডান্স ফর্ম হল বেলি ডান্স। বেলি ডান্স করবার জন্য পেটকে উন্মুক্ত রেখে একটি বিশেষ ধরনের পোশাক পরতে হয়। তবে কালের নিয়মে বেলি ডান্স করার পোশাকের বিভিন্ন রকমের পরিবর্তন এসেছে। এছাড়া এই বিশেষ ধরনের ডান্সফর্মের উপস্থাপনাতেও এসেছে বেশ কিছু পরিবর্তন। তবে যতই পরিবর্তন আসুক না কেন প্রাচীনকাল থেকে বর্তমান পর্যন্ত একই রকম জনপ্রিয়তা এই ডান্স ফর্মের। এখনো পর্যন্ত অটুট রয়েছে তার জনপ্রিয়তা। তবে খুব একটা সহজ নয় এই নাচ। গানের ছন্দ এবং তালের সাথে সঠিক নিয়মে পেটের পেশী কাঁপিয়ে এই ডান্স করতে হয়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পাঁচ সুন্দরী কিশোরীর তিন মিনিট চার সেকেন্ডের এই নাচের ভিডিও কার্যত তোলপাড় করে দিয়েছে নেট দুনিয়া।
ভাইরাল হওয়া ভিডিওটিতে (Viral Video) দেখা যাচ্ছে অ্যারোবিক মিউজিকের সাথে আরবিক পোশাকে বেলি ডান্স করছেন পাঁচ জন বিদেশি কিশোরী। ‘আই ওয়ান্না ডান্স’ গানের সাথে অসামান্য ভঙ্গিমায় বেলি ডান্স করছেন তারা। দেখে মনে হচ্ছে কোন ডান্স ফ্লোরে নাচছেন। পাঁচ জনের মধ্যে দুইজনের পোশাক লাল রংয়ের, একজন নিয়ন গ্রীন ,অন্যজন হলুদ রং এবং আরেকজন কমলা রঙের পোশাক পরেছেন। প্রত্যেককেই অসামান্য সুন্দরী লাগছিল। মিউজিকের সাথে তাঁদের স্টেপ একদম নিখুঁত ছিল। প্রায় দু’বছর আগে একটি ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। বর্তমানে এই ভিডিওটি প্রায় ২.৭ লাখ ভিউ পেয়ে গেছে। আপাতত এই পাঁচ জন কিশোরীর অসামান্য নাচ এবং তার সাথে মানানসই এক্সপ্রেশন নেটদুনিয়ায় ঝড় তুলেছে। উল্লেখ্য এই গানটি গেয়েছেন আর্টেম উজুনভ (Artem Uzunov)।