
ইউটিউবার ‘ডান্স স্টার মৌ’ (Dance Star Mou) আবারও অসাধারণ নাচ পরিবেশন করে নেটিজেনদের মন জয় করে নিয়েছেন! বিগত কয়েক বছর ধরে সোশ্যাল মিডিয়া প্রতিভা প্রকাশের এক অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম প্রভৃতি এখন এক শ্রেণীর মানুষের প্রতিভা বিকাশের জায়গা হয়ে উঠেছে। বিশেষত ইউটিউবে নিজস্ব চ্যানেল খুলে অনেকেই নিজেদের মতো নাচ, গান, আবৃত্তি, আঁকা, রান্না,হাতের কাজ প্রভৃতি বিভিন্ন বিষয়ের ভিডিও পোস্ট করেন। বস্তুত কনটেন্ট ভালো থাকলে সোশ্যাল মিডিয়ায় সহজেই জনপ্রিয়তা অর্জন করা যায়। ইউটিউবে যাঁর চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা এবং ভিডিওতে ভিউজ-লাইক-কমেন্টস যত বেশি থাকে তাঁকে তত জনপ্রিয় বলে গণ্য করা হয়। ইউটিউবের সাহায্যে খুব কম সময়ে অনেকসংখ্যক মানুষের কাছে নিজের প্রতিভা পৌঁছে দেওয়া যায়।
তেমনই বাংলা ইউটিউবের দুনিয়ায় এক অন্যতম ও জনপ্রিয় ইউটিউব চ্যানেল ‘ডান্স স্টার মৌ’ (Dance Star Mou)। জনপ্রিয় এই চ্যানেলের বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা ২ লাখ ১৩ হাজার। মৌমিতা বিশ্বাস নামের এক সুন্দরী যুবতী নিজের নামের এই চ্যানেল থেকে নিয়মিত নিজের নাচের ভিডিও পোস্ট করে থাকেন। উল্লেখ্য এই ইউটিউব চ্যানেল থেকে বিভিন্ন ধরণের গান বিশেষত বাংলা লোকগীতির সঙ্গে পরিবেশিত নাচের ভিডিও পোস্ট করা হয়। এই চ্যানেল থেকে পোস্ট হওয়া প্রায় প্রতিটি ভিডিওই কম-বেশি ভাইরাল হয়ে থাকে।
সম্প্রতি ‘ডান্স স্টার মৌ’ (Dance Star Mou) চ্যানেল থেকে এক একদম অন্য ধরণের নাচের ভিডিও পোস্ট হয়েছে। এই ভিডিওতে মৌমিতা ‘ওয়ান্টেড’ (Wanted) সিনেমার জনপ্রিয় গান ‘আহা দারুণ লাগে’ (Aha Darun Lage)-এর সঙ্গে অসাধারণ নাচ পরিবেশন করেছেন। এই ভিডিও খোলা আকাশের নীচে এক সবুজ মাঠে রেকর্ড করা হয়েছে। ভিডিওতে রঙিন লং-স্কার্ট, হলুদ স্লিভলেস টপ পরে আধুনিক সাজে মৌমিতা সেজেছেন, তাঁর এই অন্যরকম স্নিগ্ধ রূপে নেটিজেনরা মুগ্ধ হয়েছেন। ‘আহা দারুণ লাগে’ (Aha Darun Lage) গানের সাথে মৌমিতার দুর্দান্ত কোরিওগ্রাফি, দক্ষ স্টেপস ও এক্সপ্রেশন বরাবরের মতোই সকলের ভীষণ পছন্দ হয়েছে। তাঁর এই প্রাণবন্ত নাচের ভিডিওটি পোস্ট হওয়ার পর থেকেই হাজার হাজার মানুষ দেখে চলেছেন এবং কমেন্ট বক্স ইতিমধ্যেই মৌমিতার নাচের প্রশংসায় ছেয়ে গিয়েছে।