
‘কদম ডালে বাজায় বাঁশি’ (Kadam Dale Bajay Bashi) গানের সাথে পাঁচ সুন্দরী যুবতীর দুর্দান্ত নাচ দেখে নেটিজেনরা মুগ্ধ হয়ে গিয়েছেন। চোখ ধাঁধানো এই ভিডিও এক বছর পুরনো হলেও আবার নতুন করে নেট দুনিয়ায় তুমুল ভাইরাল হয়েছে। বর্তমান সময়ে যেখানে প্রায় সকলেই নেট দুনিয়ায় নিজেদের প্রতিভা বিকাশ করে জনপ্রিয়তা লাভ করতে চান, সেখানে এই পাঁচ যুবতী ব্যাপকভাবে সফল হয়েছেন এই কথা বলাই যায়।
আমরা সকলেই জানি যে ইন্টারনেটের সহজলভ্যতার মাধ্যমে এখন খুব কম সময়ে অনেকসংখ্যক মানুষের কাছে পৌঁছে যাওয়া যায়। এই বিষয়টিকে কাজে লাগিয়ে নেটিজেনদের এক বড়ো অংশ সোশ্যাল মিডিয়াকে নিজেদের প্রতিভা বিকাশের প্ল্যাটফর্ম হিসেবে বেছে নিয়েছেন। এর কারণে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে হামেশাই বিভিন্ন বয়সের মেয়েদের বিভিন্ন রকম নাচের ভিডিও দেখতে পাওয়া যায়। বিশেষত ইউটিউবে অনেকেই নিজস্ব চ্যানেল তৈরি করে তা থেকে নিজের নাচের ভিডিও নিয়মিত পোস্ট করে থাকেন। ইউটিউবে তেমনই এক জনপ্রিয় চ্যানেল ‘Joyjit Dance’। এই চ্যানেলের বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা ৮ লাখ ৩০ হাজার।
সম্প্রতি জনপ্রিয় এই ইউটিউব চ্যানেলের এক বছর আগে পোস্ট করা এক ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে। উল্লেখ্য ভিডিওতে পাঁচ সুন্দরী যুবতী গায়িকা ধরিত্রী রায়ের (Dharitri Roy) গাওয়া ‘কদম ডালে বাজায় বাঁশি’ (Kadam Dale Bajay Bashi) গানের সাথে দুর্ধর্ষ নাচ পরিবেশন করেছেন। ভিডিওতে জয়জিৎ বর্মার (Joyjit Barma) অসাধারণ কোরিওগ্রাফিতে যুবতীদের দুর্দান্ত নাচ, দক্ষ স্টেপস ও দারুণ এক্সপ্রেশন নেটিজেনদের মন জয় করে নিয়েছে। খোলা পরিবেশে রেকর্ড করা এই মনমাতানো নাচের ভিডিওর ভিউজ সংখ্যা ৮.৯ মিলিয়নের গণ্ডি পেরিয়ে গিয়েছে। ২৮ হাজারেরও বেশি মানুষ এই ভিডিওটি লাইক করার পাশাপাশি কমেন্ট বক্সে নেটিজেনরা পাঁচ সুন্দরী যুবতীর নাচের মন খুলে প্রশংসা করেছেন