
সোশ্যাল মিডিয়া (Social Media)-র দৌলতে খুব সহজেই আজকাল নানান সব অত্যাশ্চর্য ঘটনার সাক্ষী হতে পারি আমরা। তা কোনো মানুষের বিস্ময়কর কোনো প্রতিভাই হোক বা জীবজন্তুদের আশ্চর্যরকম কাণ্ডকারখানাই হোক। ঝড়ের গতিতে নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে সেইসব ভিডিও। তেমনিই সম্প্রতি একটি ভিডিও ভাইরাল (Viral) হয়েছে। যেখানে দেখা গিয়েছে, মানুষের দৌড় প্রতিযোগিতায় মানুষদের অংশ নিয়েছে একটি হাঁস!
তা চোখ কপালে তোলার মত ঘটনাই বটে! ম্যারাথন (Marathon) প্রতিযোগিতা হচ্ছিল এক জায়গায়। ম্যারাথন দৌড়ে যখন বহু মানুষ দৌড়চ্ছেন, তখন তাঁদের পাশে পাশেই একটি হাঁসও দৌড়তে শুরু করে! কোত্থেকে অবশ্য এই হংসমহারাজের আবির্ভাব হল তা একপ্রকার রহস্যই। শুধু দেখা গেল, ছোট্ট ছোট্ট পায়েই সে রীতিমত তার আশেপাশের মানুষ-প্রতিযোগীদের গতির সাথে তাল মিলিয়েই দিব্যি দৌড়চ্ছে!
ঘটনা অস্ট্রেলিয়ার। অজি দেশেরই কোনো এক স্থানে এই ম্যারাথন প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছিল। সেই প্রতিযোগিতাতেই মানুষদের পাশে দৌড়তে দেখা গিয়েছে সাদা শরীর, হলদে ঠোঁট ও কমলা চামড়ায় ঢাকা পায়ের এই হাঁসটিকে। জানা গিয়েছে হাঁসটির নাম ‘রিংকেল’।
‘ফক্স স্পোর্টস অস্ট্রেলিয়া (Fox Sports Australia)’ -এর পক্ষ থেকে ভিডিওটি পোস্ট করার পর ভাইরাল হতে সময় লাগেনি। প্রায় পাঁচ লক্ষেরও বেশি মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন। মানুষের ভিড়ে হাঁসের এই তাজ্জব দৌড় তাক লাগিয়ে দিয়েছে সকলকেই।