
‘দে দোল দোল দোল’ (De Dol Dol Dol) বাংলা যুগান্তকারী গানের মধ্যে অন্যতম এক গান। কিংবদন্তী শিল্পী লতা মঙ্গেশকর (Lata Mangeshkar) ও হেমন্ত মুখার্জীর (Hemanta Mukherjee) গাওয়া এই গানে সমাজের এক শ্রেণীর দুঃখ-দুর্দশা তুলে ধরা হয়েছিল। সম্প্রতি লতা মঙ্গেশকরের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের এক অনুষ্ঠানে ভারতের বর্তমান প্রজন্মের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং (Arijit Singh) নিজের মতো করে এই গান নতুনভাবে সাজিয়ে পরিবেশন করেছেন। নেটদুনিয়ায় অরিজিতের গাওয়া এই গানের ভার্সন তুমুল ভাইরাল হয়েছে।
এবারে ফেসবুকে এই গানের সঙ্গে এক খুদে মেয়ের নাচের ভিডিও ভাইরাল হয়েছে। এই কথা আর কারোরই অজানা নয় যে সোশ্যাল মিডিয়াকে (Social Media) বর্তমান সময়ে যে অধিকাংশ মানুষই নিজেদের বিনোদনের মাধ্যম হিসেবে ব্যবহার করে থাকেন। হাজার ব্যস্ততার মাঝে অল্প সময়ের জন্য সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্ম খুললেই মন ভালো করে দেওয়ার মতো অনেক কিছুই দেখতে পাওয়া যায়। সোশ্যাল মিডিয়ায় হামেশাই বিভিন্ন ধরণের ভিডিও ভাইরাল হয়ে থাকে। ভাইরাল হওয়া ভিডিওগুলির এক বড়ো অংশ জুড়ে বাচ্চাদের নানারকম ভিডিও থাকে। বাচ্চাদের ভাইরাল হওয়া ভিডিওতে তাদের বিভিন্ন দুষ্টু-মিষ্টি কীর্তি ছাড়াও আকছার বিভিন্ন প্রতিভার নিদর্শন দেখতে পাওয়া যায়। নাচ-গান-আবৃত্তি প্রভৃতি সব ক্ষেত্রেই কোনো কোনো বাচ্চার ভিডিও নেটিজেনদের রীতিমতো তাক লাগিয়ে দেয়।
সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে ‘দে দোল দোল দোল’ গানের সাথে দেবস্মিতা ভৌমিক নামক এক পুঁচকে মেয়ের নাচ সকলে তারিয়ে তারিয়ে উপভোগ করেছেন। খোলা স্থানে সবুজ গাছপালাঘেরা এক জায়গায় পুকুরের পাশে দাঁড়িয়ে সাদা ধুতি ও এক রঙিন জামা পরে তার সাথে মানানসই মেকআপে দেবস্মিতাকে ভীষণ মিষ্টি ও সুন্দর দেখিয়েছে। গানের তালে তালে পুঁচকে ত্রিপুরার উদয়পুরের এই খুদে মেয়েটির নাচ সকলকে মুগ্ধ করেছে। ফেসবুকে ‘চিত্রায়ণ’ নামক এক পেজ থেকে পোস্ট হওয়া এই ভিডিওর ভিউজ সংখ্যা ২.২ মিলিয়নের গণ্ডি পার করে ফেলেছে। ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ এই ভিডিওটি লাইক করার পাশাপাশি ৩ হাজারেরও বেশি নেটিজেন দেবস্মিতার নাচের ভূয়সী প্রশংসা করেছেন।