
জনপ্রিয় বাংলা গান ‘দে দোল দোল’ (De dol dol dol) গানে নাচ করে নেটিজেনদের প্রশংসা পেয়েছেন ইউটিউবের পরিচিত মুখ ড্যান্স ষ্টার মৌ (Dance Star Mou)। ভিডিওটি ভাইরাল হওয়া মাত্র লাইকস এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে।
গতকাল ছিল প্রবাদপ্রতিম গায়ক এবং সুরকার হেমন্ত মুখোপাধ্যায়ের (Hemanta Mukhopadhyay ) জন্মদিন। সেই উপলক্ষ্যে তাঁকে শ্রদ্ধা জানিয়ে এই নাচটি পরিবেশন করেছেন শিল্পী। গানটি মূলত তাঁরই গাওয়া। তবে এই ভিডিওটিতে যেটি ব্যবহার করা হয়েছে সেটি বিখ্যাত গায়ক শ্রীকান্ত আচার্য (Srikanto Acharya) এবং সাধনা সারগমের (Sadhana Sargam) গাওয়া। মৌমিতা বিশ্বাস (Moumita Biswas) ইউটিউবের দুনিয়ায় ড্যান্স ষ্টার মৌ বলেই সুপরিচিত। বদ্ধ স্টুডিওর পরিবর্তে সবসময় প্রাকৃতিক পরিবেশকেই নিজের নাচের মঞ্চ হিসাবে বেছে নেন শিল্পী। প্রাকৃতিক সৌন্দর্যের সাথে তাঁর দুর্দান্ত কোরিওগ্রাফি দর্শকদের সবসময় এক মনোমুগ্ধকর উপস্থাপনা উপহার দিয়ে থেকে। এবারেও এর ব্যতিক্রম ঘটেনি। ভাইরাল ভিডিওতে মৌয়ের পরনে ছিল গ্রাম্য যুবতীর পোশাক। কালো রঙের উপরে হলুদ কাজ করা শাড়িতে মৌকে অসাধারণ লেগেছে। তার উপরে চুলের বেণী এবং হাতে ম্যাচিং চুড়ি তাঁর সাজকে সম্পূর্ণ করেছে।
ভিডিওটিতে বৈচিত্র্য আনতে শুধুমাত্র নদীর ধারকেই তিনি বেছে নেননি। সবুজ ঘাসে ঘেরা একটুকরো জমিতেও তাঁর দারুন নৃত্যপ্রতিভা প্রকাশ পেয়েছে। এর আগে তাঁর বেশ কয়েকটি নাচের ভিডিও ইউটিউবে দর্শকদের ভালো লেগেছে। তাই তাঁর নতুন কোন ভিডিও নিমেষেই ভাইরাল হয়ে যায়। দুইদিন আগে ভিডিওটি নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করেছিলেন মৌমিতা। এর মধ্যেই ৫৬০ জন লাইক করেছে আর ভিউস সংখ্যা ৯ হাজার অতিক্রম করে গিয়েছে।