
‘ইউটিউব’ (Youtube) সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মের মধ্যে এক অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম। এমন অনেক মানুষই রয়েছেন যাঁরা ইন্টারনেটের সহজলভ্যতা ব্যবহার করে নিজেদের প্রতিভা বিকাশের মাধ্যমে নেটদুনিয়ায় জনপ্রিয়তা অর্জন করেছেন। নেটিজেনদের এক বড়ো অংশ বর্তমান সময়ে দাঁড়িয়ে ইউটিউবকে নিজেদের প্রতিভা বিকাশের প্ল্যাটফর্ম হিসেবে বেছে নিয়েছেন।
কারোর পোস্ট করা কনটেন্ট অর্থাৎ ভিডিও যদি দর্শক নেটিজেনদের পছন্দ হয় তবে সেই ব্যক্তি খুব কম সময়ের মধ্যেই পরিচিতি লাভ করেন। ইউটিউবে যাঁর চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা যত বেশি এবং ভিডিওর ভিউজ ও লাইক-কমেন্টের সংখ্যা যত বেশি তিনি তত জনপ্রিয় হিসেবে গণ্য হয়ে থাকেন। বাংলা ইউটিউবে দুনিয়ায় এমনই এক জনপ্রিয় চ্যানেল ‘Dance Star Mou’ (ডান্স স্টার মৌ), এই চ্যানেলের বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা ২ লাখ ১৬ হাজার। এই চ্যানেল থেকে নিয়মিত বিভিন্ন ধরনের বাংলা গান বিশেষত লোকগীতির সঙ্গে নাচের ভিডিও পোস্ট করা হয়। মৌমিতা বিশ্বাস নামক এক যুবতী নিজের এই চ্যানেলের মাধ্যমে বর্তমানে নেটদুনিয়ায় এক পরিচিত মুখ হয়ে উঠেছেন।
সম্প্রতি ‘Dance Star Mou’ চ্যানেল থেকে পোস্ট করা এক বছরের পুরনো এক লোকনৃত্যের ভিডিও আবারও নতুন করে চর্চায় উঠে এসেছে। উল্লেখ্য এই ভিডিওতে মৌমিতা জনপ্রিয় গায়িকা লোপামুদ্রা মিত্রের (Lopamudra Mitra) গাওয়া লোকগীতি ‘ছাতা ধরো হে’-এর সঙ্গে দুর্দান্ত নাচ পরিবেশন করেছেন। খোলা আকাশের নীচে বাড়ির ছাদে দাঁড়িয়ে তিনি এই নাচের ভিডিও রেকর্ড করেছেন। রঙিন শাড়ি, ম্যাচিং ব্লাউজ, যথাযথ গয়না পরে মানানসই সাজে মৌমিতাকে বরাবরের মতোই সুন্দর দেখিয়েছে। তাঁর দক্ষ কোরিওগ্রাফি, স্টেপস ও এক্সপ্রেশন নেটিজেনদের মন জয় করে নিয়েছে। মৌমিতার এই প্রাণবন্ত নাচের ভিডিওটি ৫.৩ মিলিয়ন মানুষ দেখেছেন। ২০ হাজারের বেশি মানুষ এই ভিডিওটি লাইক করার পাশাপাশি নেটিজেনরা কমেন্ট বক্স মৌমিতার নাচের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।