
অক্ষয় কুমার,ধনুষ এবং সাইফ কন্যা সারা আলি খান অভিনীত ‘অতরঙ্গি রে’ (Atrangi Re) ছবির অন্যতম একটি জনপ্রিয় গান হল ‘চকাচক’। আগের বছর সারা ভারতবর্ষে ব্লকবাস্টার হিট করেছিল ছবিটি। ‘চকাচক’ গানটিতে সারা আলি খান নিজের বেস্ট পারফরম্যান্স দিয়েছিলেন। হালকা সবুজ রঙের শাড়ী এবং খোলা চুল ও ন্যূনতম মেকআপে অসামান্য সুন্দরী লেগেছিল অভিনেত্রী সারা আলি খানকে। সারা দেশের প্রায় এক কোটি মানুষ এই গানটিকে পছন্দ করেছিলেষ। এত দিন হয়ে যাওয়ার পরও এই গানটির জনপ্রিয়তা একরকম রয়েছে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার ইউজাররা এই গানের হুক স্টেপটি করে দেখিয়েছেন। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি অনেককেই এই গানের হুক স্টেপ করতে দেখা গিয়েছিল। সম্প্রতি এই গানে আবারো নেচে ভাইরাল হলেন এক যুবতী।
সম্প্রতি ইনস্টাগ্রামে অঙ্কিতা নামক এক যুবতীর নাচের ভিডিও (Dance Video) বহুল পরিমাণে ভাইরাল হয়েছে। এই যুবতী নিজের ইনস্টাপেজ থেকেই ভিডিওটি শেয়ার করেছেন। ভিডিওটিতে যুবতীকে হালকা আকাশি রঙের শাড়ি এবং সাদা স্লিভলেস ব্লাউজ পরতে দেখা গেছে। এছাড়া খোলা চুল এবং হালকা মেকআপে যুবতী নিজেকে সারা আলি খানের মতন সাজিয়ে তুলেছিলেন। সবথেকে বড় কথা অভিনেত্রীর মতো তিনিও হুবহু ‘চকাচক’ (Chaka chak) গানের হুক স্টেপটি করে দেখিয়েছেন। বলতে গেলে সারা আলি খানের থেকে কোন অংশে কম যাননি তিনি। তাঁকে দেখে সহজেই অনুমান করা যাচ্ছে তিনি একজন প্রশিক্ষণপ্রাপ্ত নৃত্যশিল্পী।
View this post on Instagram
আপাতত সোশ্যাল মিডিয়ায় অঙ্কিতার এই নাচের ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল (Viral) হচ্ছে। ইতিমধ্যে এই ভিডিওটি ২ লক্ষ ৫১ হাজারেরও বেশি লাইক পেয়ে গেছে। এছাড়া অজস্র নেটিজেন ভিডিওর কমেন্ট বক্সে প্রশংসায় ভরা মন্তব্য করছেন। ৫৩৬৬ টি কমেন্ট ইতিমধ্যেই অঙ্কিতা তার কমেন্ট বক্সে সঞ্চয় করে ফেলেছেন। অনেকেই অসাম, বিউটিফুল,নাইস ইত্যাদি কমেন্ট করার পাশাপাশি লাভ রিয়াক্ট ও দিয়েছেন।