
জনপ্রিয় ভোজপুরি গান ‘লালে লাল হোঠবা সে’ (Lale Lale Hothawa Se) নাচ করে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো জনপ্রিয় হয়ে গিয়েছেন এক ভদ্রমহিলা। তাঁর নাচ এখন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে।
ইউটিউবে ২ মিনিট ৫৩ সেকেন্ডের এই ভাইরাল ভিডিওটিতে দেখতে পাওয়া গিয়েছে যে একজন ভদ্রমহিলা সবুজ শাড়ি পরে এই গানটির তালে নাচ্ছেন। নিতান্তই ঘরোয়া পরিবেশে তাঁর এই নাচ নেটদুনিয়ায় নিমেষেই জনপ্রিয়তা পেয়েছে। গানটির তালে যেরকমের নাচ দরকার ছিল একজন পেশাদার নৃত্যশিল্পীর মতোই এই গানে তিনি নাচ করেছেন। গানটি ভোজপুরি জগতে একসময় বেশ জনপ্রিয়তা পেয়েছিল। সেই জনপ্রিয় গানে নাচ করে এই অখ্যাত ভদ্রমহিলাও আপাতত ভালোই পরিচিতি পেয়েছেন সোশ্যাল মিডিয়ায়। ‘বাবা আর মিউজিক’ (Baba R music) নামে ইউটিউব চ্যানেল থেকে কিছুদিন আগে ভিডিওটি আপলোড করা হয়েছিল।
এখনো পর্যন্ত ৪৭ হাজারের বেশি মানুষ ভিডিওটি দেখেছেন। লাইক এবং ভিউস সংখ্যা প্রতিদিনই ঝড়ের গতিতে বাড়ছে। এর পিছনে প্রধান কারণ হলো ভোজপুরি গানের জনপ্রিয়তা। হিন্দি কিংবা বাংলা গানের মতো ভোজপুরি গানও এখন মানুষ বেশ পছন্দ করছেন। তাই অন্যান্য গানের মতো এইসব গানের নাচও নিমেষে ভাইরাল হয়ে যাচ্ছে নেটদুনিয়ায়। ডিজিটাল বিনোদনের জগতে এইভাবেই অনেক অখ্যাত শিল্পী রাতারাতি পরিচিতি লাভ করছেন। তারা তাদের শিল্প প্রতিভার কারণে লক্ষ লক্ষ মানুষের মনে খুব সহজেই জায়গা করে নিতে পেরেছেন। অর্থ উপার্জনের পাশাপাশি খ্যাতির সুযোগও বাড়ছে এইসব প্রতিভাধর শিল্পীদের কাছে। আর স্মার্টফোনের কারণে সব বয়সের মানুষের কাছেই সামাজিক মাধ্যমের জনপ্রিয়তা প্রতিদিন বাড়ছে।