
বর্তমান সময়ে আমাদের জীবনে সোশ্যাল মিডিয়ার (Social Media) গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। একটা সময় কিংবদন্তি অভিনেত্রী দেবশ্রী রায়ের গান ‘আমি কলকাতার রসগোল্লা’র তালে সারাবাংলা কেঁপে উঠেছিল। ৯০ দশকেএই গান রিলিজ করলেও বর্তমান সময় পর্যন্ত এই গানের জনপ্রিয়তা অটুট রয়েছে। সোশ্যাল মিডিয়ায় নিত্যদিনই হরেক রকমের ভিডিও ভাইরাল হয়। সম্প্রতি দেবশ্রী রায়ের ‘আমি কলকাতার রসগোল্লা’ গানে একটি নাচের ভিডিও (Dance Video) সোশ্যাল মিডিয়ায় নতুনভাবে আলোড়ন ফেলেছে। এক যুবতীকে এই গানে নাচতে দেখা গেছে। আর এই ভিডিও নিমেষের মধ্যে ভাইরাল (Viral) হয়েছে নেটদুনিয়ায়।
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে খোলা রাস্তায় খালি পায়ে দুর্দান্ত ভঙ্গিমায় এই যুবতী নাচছেন। যুবতীর পরনে ছিল গোলাপি রঙের শাড়ি। সুন্দরভাবে শাড়ি পরার সাথে সাথে হাতে কানে গলায় তিনি পরেছিলেন বিভিন্ন রকমের অলংকার। সব মিলিয়ে তাঁকে দেখতেও অত্যন্ত সুন্দরী লাগছিল। ‘কলকাতার রসগোল্লা’ (Ami Kolkatar Rosogolla) গান এর প্রত্যেকটি স্টেপ নিখুঁতভাবে করেছেন তিনি। টোল প্লাজার সামনে গোলাপি রঙের ছাতা মাথায় যুবতীর নাচ নজর কেড়েছে সকলের। প্রসঙ্গত এই যুবতীর নাম বিজয়া। তিনি নদীয়া জেলার ধুবুলিয়ার বাসিন্দা। যুবতীর অসামান্য ফেসিয়াল এক্সপ্রেশন এবং নিখুঁত নৃত্যশৈলীতে রীতিমত মুগ্ধ হয়েছেন নেটিজেনরা।
আপাতত বিজয়া নামক এই যুবতীর নাচের ভিডিও ৬.২মিলিয়ন ভিউ পেয়েছে। এছাড়া ২ লক্ষর ও বেশি মানুষ লাইক করেছেন ভিডিওটি। ইতিমধ্যেই তাঁর কমেন্ট বক্স নেটিজেনদের প্রশংসায় ভরে উঠছে। অনেকেই লিখেছেন খুব সুন্দর, বিউটিফুল, অসাধারণ ইত্যাদি মন্তব্য। উল্লেখ্য আজকাল সোশ্যাল মিডিয়ায় আমরা রোজই বিভিন্ন রকমের প্রতিভার প্রকাশ দেখে থাকি। কিন্তু যুবতীর এই অসাধারণ নৃত্য সকলকে মুগ্ধ করেছে।