
বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকমের ঘটনার ভিডিও ভাইরাল হয়। গত রবিবার এরকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে। হু হু করে তার ভিউ বাড়ছে। আদতে ভিডিওটির বিষয়বস্তু খুবই চমকপ্রদ। ঘটনাটির বিষয়বস্তু হলো রবিবার রাতে কোচির এয়ারপোর্ট রোডে হঠাৎই একটি বিশালাকার পাইথন সাপ চলে আসে। এটি আসলে একটি ইন্ডিয়ান রক পাইথন সাপ ছিল। প্রায় ২ মিটার লম্বা একটি সাপ হঠাৎ করেই কোচির কালামেশ্বরির ব্যস্ত সড়কে সিপোর্ট -এয়ারপোর্ট রোডে চলে আসে। সেই সময় উপস্থিত থাকা প্রত্যক্ষদর্শীরা তাঁদের নিজেদের স্মার্টফোনে ঘটনাটির ভিডিও রেকর্ড করতে শুরু করেন। আজ সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় সে সমস্ত ভিডিও এবং ছবি ভাইরাল হতে শুরু করে দিয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও গুলিতে দেখা যাচ্ছে ব্যস্ততম রাস্তায় অত্যন্ত ধীরগতিতে প্রায় ২ মিটারের কাছাকাছি লম্বা সাপটি রাস্তা পার হচ্ছে। সাপটিকে দেখে দুই প্রান্ত থেকে আসা গাড়ি থেমে যায়। সকলে অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে কখন সাপটি পার হয়ে যাবে। সেই মুহূর্তে উপস্থিত থাকা প্রত্যক্ষদর্শীরা সবাই নিজেদের ফোনে ঘটনাটির ছবি এবং ভিডিও তুলতে শুরু করেন। অবশেষে সাপটি রাস্তা পার হয়ে জঙ্গলের দিকে চলে যায়। সাপটি জঙ্গলে ঢুকে যাওয়ার পর আবার স্বাভাবিক ভাবেই রাস্তায় গাড়ি চলাচল শুরু হয়।
কোচির ব্যস্ততম রাস্তায় এই ঘটনা ঘটার পর বনবিভাগের এক আধিকারিক বলেন, ‘এক সপ্তাহের মধ্যেই প্রায় দু -তিনবার শহর এবং নিকটবর্তী এলাকা থেকে পাইথন উদ্ধারের জন্য আমাদের কাছে ফোন এসেছে। এ সমস্ত অঞ্চলে জলাভূমি রয়েছে যা পাইথনদের বসবাসের জন্য উপযুক্ত। তাছাড়া কোচির বিস্তীর্ণ এলাকায় প্রচুর ইঁদুর থাকে। যার জন্য সাপেদের খাদ্যের অভাব হয় না। এছাড়া তিনি আরো জানান শেষ তিন চার বছর কোচির বিভিন্ন এলাকা থেকে বিশাল আকার পাইথন সাপ পাওয়া যাচ্ছে। বনদপ্তর এর তরফ থেকে সে সব সাপ উদ্ধার করা হয়েছে ইতিমধ্যে।